English Version
আপডেট : ২৮ আগস্ট, ২০১৬ ১১:১৮

ইতালিতে জাতীয় শোক দিবস পালিত হচ্ছে

অনলাইন ডেস্ক
ইতালিতে জাতীয় শোক দিবস পালিত হচ্ছে

ভূমিকম্পে প্রায় তিনশত প্রাণহানির ঘটনায় ইতালিতে জাতীয় শোক দিবস পালিত হচ্ছে। সবচেয়ে ক্ষতিগ্রস্থ শহর আরকুয়াটায় অন্ত্যষ্টিক্রিয়ায় অংশ নিবেন প্রধানমন্ত্রী ম্যাত্তিও রেঞ্জি। এর আগে ক্ষতিগ্রস্থ এলাকায় জরুরি অবস্থা ঘোষণা করা হয় এবং পুনর্বাসনের জন্য ৫০ মিলিয়ন ইউরোর তহবিল গঠনের প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী।

ইতালীর এই ভয়াবহ ভূমিকম্পে ২৭৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার সন্ধ্যা পর্যন্ত আর কোনো মৃতদেহ পাওয়া যায়নি। তারপরও প্রত্যেককে খুঁজে না পাওয়া পর্যন্ত উদ্ধঅর কাজ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। বেশিরভাগ ভিকটিম ইতালিয়ান হলেও বেশ কয়েকজন বিদেশিও রয়েছেন।