English Version
আপডেট : ২২ আগস্ট, ২০১৬ ১৩:৪০

বসের পোস্টে লাইক না দেয়ায় জরিমানা!

অনলাইন ডেস্ক
বসের পোস্টে লাইক না দেয়ায় জরিমানা!

অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তার সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি পোস্টে কোম্পানির অনেক কর্মকর্তা 'লাইক' দেননি বা কোন ধরনের মন্তব্য করেননি। আর এতেই ঘটেছে বিপত্তি। এই ‌‘অপরাধের’ কারণে অনেক কর্মকর্তাকে গুণতে হয়েছে জরিমানা। ঘটনাটি ঘটেছে চীনের পূর্বাঞ্চলীয় একটি শহরে। জিনানে একটি ট্রাভেল কোম্পানির প্রায় দুইশো কর্মকর্তার প্রত্যেককে ৫০ ইয়ান অর্থাৎ প্রায় সাড়ে ৭ ডলার করে জরিমানা দিতে হয়েছে। কোম্পানিটির প্রধান নির্বাহীর একটি মাইক্রোব্লগিং অ্যাকাউন্টে লাইক বা কমেন্ট করার কথা বলা হয়েছিল কর্মকর্তাদের। ঐ ব্লগে তিনি বিভিন্ন কোম্পানির খবরাখবর এবং অনুপ্রেরণামূলক বক্তব্য শেয়ার করেন। মন্তব্য করতে বলার পরও যারা সেখানে কোন ধরনের অংশগ্রহণ করেননি তাদের দেয়া হয়েছে এই জরিমানার শাস্তি।