English Version
আপডেট : ২১ আগস্ট, ২০১৬ ১৮:০৬

ভিয়েতনামের টাইফুনের আঘাতে ৭ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক
ভিয়েতনামের টাইফুনের আঘাতে ৭ জনের মৃত্যু

ভিয়েতনামের উত্তরাঞ্চলে আজ রবিবার সকালে টাইফুন দিয়ানমু আঘাত হেনেছে। এই ঘটনায় সাতজনের মৃত্যু ও আরো দুইজন নিখোঁজ হয়েছে।   দেশটির প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ বিষয়ক সেন্ট্রাল স্টিয়ারিং কমিটি একথা জানিয়েছে। গত শুক্রবার বিকেলে ভিয়েতনামের উত্তরাঞ্চলে আঘাত হানার পর টাইফুন দিয়ানমু দুর্বল হয়ে গ্রীষ্মমণ্ডলীয় চাপে পরিণত হয়েছে। একই সময়ে ঝড়টির আঘাতে ৪৪টি বাড়িঘর ধসে পড়েছে, ৬৫১টি বাড়ির ছাদ উড়ে গেছে এবং ১ হাজার ৫১১টি বাড়ি প্লাবিত হয়েছে এবং অবিলম্বে ২ হাজার ১৫৪টি বাড়ি থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে চলে যাবার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।   প্রায় ৮৮৪৩ হেক্টর ধানি জমি ও ১ হাজার ৮৯৫ হেক্টর শস্য ক্ষেত্র বন্যার পানিতে প্লাবিত হয়েছে। সেন্ট্রাল স্টিয়ারিং কমিটি আরো জানিয়েছে, বন্যায় প্রায় ৬১টি গবাদি পশু ও ১ হাজার ৮৯৫টি হাঁস মুরগি ভেসে গেছে। টাইফুনে ১৪ টি সেতু ভেসে গেছে, ৪টি বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে ও ৬৩টি বৈদ্যুতিক খুঁটি ভেঙ্গে গেছে।

সূত্র: এএফপি।