English Version
আপডেট : ২১ আগস্ট, ২০১৬ ১৪:৪০

তুরস্কে বিয়ের অনুষ্ঠানে বোমা বিস্ফোরণে নিহত ত্রিশ

অনলাইন ডেস্ক
তুরস্কে বিয়ের অনুষ্ঠানে বোমা বিস্ফোরণে নিহত ত্রিশ

তুরস্কের দক্ষিণাঞ্চলীয় শহর গাজিয়ানটেপে একটি বিয়ের অনুষ্ঠানে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিহত হয়েছেন প্রায় ৩০ জন। এতে আহত আরো ৯৪ জন। খবর- বিবিসি

সিরিয় সীমান্ত থেকে গাজিয়ানটেপের দূরত্ব ৬৪ কিলোমিটার।

তুর্কি সরকার বলছে, এটি একটি সন্ত্রাসী হামলা। এক আত্মঘাতী হামলাকারী বিস্ফোরণটি ঘটিয়েছে বলে মনে করা হচ্ছে জানিয়েছেন ওই অঞ্চলের গভর্নর। তুরস্কের উপ-প্রধানমন্ত্রী মেহমেত সিমসেক একে একটি বর্বর হামলা বলে অভিহিত করে বলেন, ‘আল্লাহর ইচ্ছায় আমরা এই বিপর্যয় কাটিয়ে উঠবো’।

তিনি জানান, হামলাটি শহরের এমন একটি স্থানে হয়েছে যেখানে বেশিরভাগ বিশ্ববিদ্যালয় ছাত্ররা বাস করে। বিয়ে অনুষ্ঠানের লোকজন রাস্তায় বের হলে বিস্ফোরণটি ঘটানো হয়।

এ পর্যন্ত কোন গ্রুপ হামলার দায় স্বীকার করেনি। তবে সরকার বলছে কথিত আইএস হামলাটি করে থাকতে পারে। গাজিয়ানটিপের সীমান্ত অঞ্চলগুলোতে আইএস’র উপস্থিতি রয়েছে।