English Version
আপডেট : ২০ আগস্ট, ২০১৬ ০৯:০৫

অস্ট্রেলিয়ার ধনী প্রধানমন্ত্রী ভিক্ষা দিয়ে বিতর্কিত!

অনলাইন ডেস্ক
অস্ট্রেলিয়ার ধনী প্রধানমন্ত্রী ভিক্ষা দিয়ে বিতর্কিত!

এক ভিখারিকে ৫ ডলার অর্থ সাহায্য দিয়ে বিতর্কের জন্ম দিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল।

মেলবোর্নের একটি রাস্তায় একজন ভিক্ষুককে অস্ট্রেলীয় ৫ ডলার ভিক্ষা  দেওয়ার ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পরই তা ভাইরাল হয়ে যায়। আর এতে তৈরি হয় বিতর্ক। অনেকেই টার্ণবুলের সমালোচনা করে বিভিন্ন মন্তব্য পোস্ট করতে শুরু করেন।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার আগে ইনভেস্টমেন্ট ব্যাংকারের চাকরি করতেন তিনি এবং দেশটিতে বেশ বিত্তশালী হিসেবেই পরিচিত।

তাই অনেকেই মনে করছেন মাত্র ৫ ডলার ভিক্ষুককে দিয়ে কিপটামি করেছেন তিনি। অথচ তার অন্য হাতে অর্থ ছিল। কেউ কেউ মনে করছেন ক্যামেরার সামনে দেখানোর জন্য এ আচরণ করেছেন টার্নবুল।

আবার কেউ কেউ তার পক্ষও নিয়েছেন। অনেকে বলছেন, তিনি দান করছেন এর বাইরে কিছু দেখা উচিত নয়।

কেউ ভিক্ষাবৃত্তিকে উৎসাহী করার জন্য সমালোচনা করেন। তাদের মতে, একজন প্রধানমন্ত্রীর এভাবে ভিক্ষা দেওয়া ঠিক হয়নি। বরং কোনো দাতব্য সংস্থার কাছে অর্থ দেওয়া উচিত ছিল।

এ ব্যাপারে শনিবার স্থানীয় একটি রেডিওকে দেয়া সাক্ষাৎকারে টার্নবুল বলেন, ‘ওই ব্যক্তিটির জন্য আমার খারাপ লেগেছে আর এটা ছিল মানবিকতা। তবে যারা এ ঘটনায় হতাশ হয়েছেন তাদের কাছে আমি দুঃখ প্রকাশ করছি।’

এমন বিতর্ক শুধু তাকে নিয়ে প্রথম নয়। ২০১৪ সালে এক গৃহহীন নারীকে ২০ পেনি অর্থ দান করে সমালোচনার মুখে পড়েছিলেন লিবার নেতা এড মিলিব্যান্ড।