English Version
আপডেট : ২০ আগস্ট, ২০১৬ ০৮:৪৯

নগ্ন ট্রাম্প!

অনলাইন ডেস্ক
নগ্ন ট্রাম্প!

যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি শহরে নগ্নভাবে দেখা গেছে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে। শুনে অবাক হচ্ছেন! ভাবছেন এবার কিভাবে সম্ভব? আসলে এটা বাস্তবে নয়, ট্রাম্প নিজে নগ্ন হননি। তবে বেশ কিছু শহরে ট্রাম্পের নগ্ন মূর্তি দেখা গেছে। বৃহস্পতিবার রাতে ইনডেকলাইন নামে শিল্পীদের একটি দল পাঁচটি শহরে পাঁচটি মূর্তি বসান। এই মূর্তিগুলোর নাম দেয়া হয়েছে দ্য এমপেরর হ্যাজ নো বলস। তবে নিউ ইয়র্কে ট্রাম্পের নগ্ন মূর্তি নিয়ে দারুণ হাস্যকর পরিস্থিতি তৈরি হওয়ায় নিউ ইয়র্কের ইউনিয়ন স্কয়ার থেকে কমলা রঙের ওই মূর্তিগুলো সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। মূর্তিতে ট্রাম্পের ভারি শরীর দেখানো হয়েছে। যা দেখতে শহরের রাস্তায় নানা বয়সী নারী পুরুষ ভিড় জমায়। ইনডেকলাইনের শিল্পীরা জানিয়েছেন, আসন্ন নির্বাচনে অংশ নেয়া রিপাবলিকান প্রার্থী ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার অযোগ্য। তার কর্তৃত্ববাদী প্রবণতার কারণেই এ ধরনের মূর্তি তৈরির চিন্তা তাদের মাথায় এসেছে।