English Version
আপডেট : ১৯ আগস্ট, ২০১৬ ০৯:৩৩

আসামের তেল ত্রিপুরা যাবে বাংলাদেশ হয়ে

অনলাইন ডেস্ক
আসামের তেল ত্রিপুরা যাবে বাংলাদেশ হয়ে

ভারতের আসাম রাজ্য থেকে তেলবাহী যানবাহন বাংলাদেশের সড়ক পথ ব্যবহার করে দেশটির ত্রিপুরা রাজ্যে যেতে পারবে। ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্যে বন্যার কারণে সাময়িক সময়ের জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এজন্য দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। এ জন্য সড়কের ব্যবহার ও রক্ষণাবেক্ষণের ব্যয় বাবদ নির্ধারিত ফি দেবে ভারত।

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তির বরাত দিয়ে বার্তা সংস্থা বাসস এক প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করেছে।

এতে বলা হয়েছে, বন্যার কারণে মানবিক অবস্থা বিবেচনা করে বাংলাদেশ সরকার বাংলাদেশের সড়ক পথ ব্যবহারের মাধ্যমে আসাম থেকে জ্বালানি তেলবাহী ভারতীয় ট্রাক-লরি আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ত্রিপুরায় যাতায়াত করার অনুমতি দিয়েছে।

আজ দুই দেশের মধ্যে এ সংক্রান্ত একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

বাংলাদেশের পক্ষে সড়ক ও জনপথ অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী এবং ভারতের পক্ষে ইন্ডিয়ান ওয়েল করপোরেশন লিমিটেডের (আইওসিএল) নির্বাহী পরিচালক এ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

সমঝোতা স্মারক অনুযায়ী, ভারতীয় জ্বালানিবাহী ট্রাক-লরি বাংলাদেশের তামাবিল সীমান্ত চেকপোস্ট দিয়ে প্রবেশ করে সিলেট ও মৌলভীবাজারের প্রায় ১৪০ কিলোমিটার পথ অতিক্রম করে মৌলভীবাজার জেলার চাতলাপুর চেকপোস্ট দিয়ে বের হয়ে ত্রিপুরায় প্রবেশ করবে।

ত্রিপুরায় জ্বালানি তেল সরবরাহের পর খালি যানবাহনগুলো চাতলাপুর চেকপোস্ট দিয়ে পুনঃপ্রবেশ করে একই পথে ভারতে ফিরে যাবে।