English Version
আপডেট : ১৯ আগস্ট, ২০১৬ ০৯:২৮

হিজাব থাকায় লাঞ্ছনার শিকার মা ও মেয়ে

অনলাইন ডেস্ক
হিজাব থাকায় লাঞ্ছনার শিকার মা ও মেয়ে

যুক্তরাষ্ট্রে হিজাব পরার কারণে লাঞ্ছনার শিকার হলেন এক মুসলিম মা ও মেয়ে। শিকাগো লাগোয়া ওয়েস্ট রজার্স পার্কে এ ঘটনা ঘটে।

হিজাব পরার কারণে তাদের আইএস জঙ্গির অপবাদ দেওয়া হয়। এমনকি গায়ে থুথুও ছিটিয়ে দেন এক শ্বেতাঙ্গ নারী। এতবড় ঘনটা ঘটলেও এটাকে গুরুত্ব দিয়ে দেখেনি শিকাগো পুলিশ।

সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে লাঞ্ছনার শিকার মেয়ে সুজান বলেন, `পার্কের সামনে আমাদেরকে পাকড়াও করেন ওই নারী। অন্তত পাঁচবার আমাদের আইএস জঙ্গি বলে চিৎকার করতে থাকনে। আমরা তাড়াহুড়া করে গাড়িতে উঠে বসি। পুরো ঘটনাটি মোবাইলে ক্যামেরা বন্দি করেন সুজানের মা। সেই ছবিতে দেখা যাচ্ছে ওই শ্বেতাঙ্গ নারী তাদের দিকে আইএস বলে তেড়ে যাওয়ায় মা-মেয়ে দু`জনেই গাড়িতে উঠে বসেন। তখন তাদের গায়ে থুতু দেওয়ার চেষ্টাও করেন অভিযুক্ত নারী। তবে সুজানকে কষ্ট দিয়েছে আশপাশের লোকজনের ব্যবহার। `সকলেই খুব নির্বিকার ছিল। যেন কিছু ঘটেইনি। এমনকি দুটি ছেলে অট্টহাসি জুড়ে দেয়। আমাদেরকে ওই ছেলেগুলিও আইএস বলতে থাকে। 

সুজানের বাড়ির লোকেরা বলছেন, `এ সবই ট্রাম্পের কীর্তি। তিনি মুসলিমদের সম্পর্কে লোকের মনে বিদ্বেষ ঢুকিয়ে দিয়েছেন। লোকেরা মুসলিমদের এখন সন্দেহের চোখে দেখেন। এটাই তো চেয়েছিলেন ট্রাম্প। আর সুজানের মায়ের কথায়, `শ্বেতাঙ্গরা মনে করছেন, ট্রাম্প এলে তারা খুব সুখে থাকবেন। তাই যা ইচ্ছে তাই শুরু হয়েছে। সূত্র:এইসময়