English Version
আপডেট : ১৮ আগস্ট, ২০১৬ ০২:৩৪

রাশিয়ায় নিহত ৬ জঙ্গি

অনলাইন ডেস্ক
রাশিয়ায় নিহত ৬ জঙ্গি

রাশিয়ার দুটি পৃথক ঘটনায় নিরাপত্তা বাহিনীর হাতে ৬ জঙ্গি নিহত হয়েছে।

সেন্টপিটার্সবার্গে একটি আবাসিক এলাকায় পুলিশের সন্ত্রাসবিরোধী অভিযানে সন্দেহভাজন ৪ জঙ্গি নিহত হয়। এ ছাড়া মস্কোর কাছে বন্দুকধারীরা ট্রাফিক পুলিশের ২ সদস্যকে গুলি করে আহত করার পর তাদেরকে গুলি করে হত্যা করে পুলিশ।

বিবিসি ও রয়টার্স অনলাইনের এক খবরে বুধবার এ তথ্য জানানো হয়েছে।

রাশিয়া সম্প্রতি অভ্যন্তরীণ উগ্রবাদ নিয়ে সমস্যায় ভুগছে। এর বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করছে দেশটি। বিশেষ করে নর্থ ককেসাসের সন্ত্রাসীদের নিয়ে উদ্বেগে রয়েছে রাশিয়া। রাশিয়ার নিরাপত্তা সংস্থা এফএসবি জানিয়েছে, সেন্ট পিটার্সবার্গে অভিযান চালানো হয় নর্থ ককেসাসের একটি সন্ত্রাসী গ্রুপের ওয়ানটেড ব্যক্তিদের ধরার উদ্দেশে। তারা অস্ত্রধারী অবৈধ গ্রুপ।

সংস্থাটি আরো জানিয়েছে, সন্ত্রাসীদের হামলার জবাবে পরিচালিত অভিযানে তারা নিহত হয়েছে। ওই আবাসিক এলাকায় অভিযান চালিয়ে কয়েকজনকে আটক করা হয়েছে বলে জানা গেছে।

হামলাকার ও সন্ত্রাসীরা নর্থ ককেসাসের কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।