English Version
আপডেট : ৬ আগস্ট, ২০১৬ ১৩:৪৬

ফ্রান্সে পানশালায় আগ্নিকাণ্ডে নিহত ১৩

অনলাইন ডেস্ক
ফ্রান্সে পানশালায় আগ্নিকাণ্ডে নিহত ১৩

ফ্রান্সে একটি পানশালায় অগ্নিকাণ্ডে ১৩ জন নিহত ও আরও ছয়জন আহত হয়েছেন। দেশটির উত্তরাঞ্চলের রোন শহরের কিউবা লিবরে পানশালায় এই অগ্নিকাণ্ড হয়।

স্থানীয় সময় শুক্রবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

স্থানীয় মন্ত্রী বার্নার্ড কাজনভের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানায়, শুক্রবার মধ্যরাতে শহরের কেন্দ্রস্থলে অবস্থিত কিউবা লিবরা পানশালার ভূগর্ভস্থ কক্ষে একটি জন্মদিনের অনুষ্ঠান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত।

বার্নার্ড কাজনভ জানান, আগুন ধরার কারণ জানতে তদন্ত চলছে।তদন্তসংশ্লিষ্ট একটি সূত্রের বরাত দিয়ে এএফপি জানায়, জন্মদিনের অনুষ্ঠানে ব্যবহৃত কেকের মধ্যকার মোমবাতি থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।

বার্নার্ড কাজনভ এএফপিকে বলেন, আগুন লাগার খবর পেয়ে অর্ধশতাধিক অগ্নিনির্বাপনকর্মী ঘটনাস্থলে উপস্থিত হন। তাঁদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।প্রাথমিক তদন্তে জানা গেছে, আগুনে ১৩ জন নিহত এবং আরো ছয়জন আহত হয়েছে। আহত একজনের অবস্থা গুরুতর।