English Version
আপডেট : ৫ আগস্ট, ২০১৬ ১৬:৪৯

আসামে সন্ত্রাসী হামলায় নিহত ১২, সেনা মোতায়েন

অনলাইন ডেস্ক
আসামে সন্ত্রাসী হামলায় নিহত ১২, সেনা মোতায়েন

ভারতের আসাম প্রদেশের সন্ত্রাসীদের হামলায় ১২ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছে আরো ১১ জন। ওই প্রদেশের ককরাজহার নামক এলাকায় অজ্ঞাত সন্ত্রাসীরা এ হামলা চালিয়েছে।

ককরাজহারের বালাজান তিনিয়ালির একটি বাজারে শুক্রবার দুপুরে অজ্ঞাত বন্দুকধারীরা এলোপাতাড়ি গুলি ছুড়লে ওই হতাহতের ঘটনা ঘটে। স্থানীয় গণমাধ্যম থেকে জানা যায়, ওই এলাকায় শুক্রবার সাপ্তাহিক বাজার বসে। অনেক মানুষের ভিড়ের মধ্যেই ওই হামলা চালানো হয়।

প্রায় ২০ মিনিট ধরে সেনাবাহিনীর সঙ্গে বন্দুকধারীদের গোলাগুলি চলে। হামলার পরপরই সেখানে সেনাবাহিনী মোতায়েন করা হয়। বন্দুকধারীদের এক সদস্য সেনাবাহিনীর গুলিতে নিহত হয়েছেন এবং দুই বন্দুকধারী পালিয়ে যেতে সক্ষম হয়েছেন। এমনটাই বলে ধারণা করছে পুলিশ।

নিহত জঙ্গির কাছ থেকে একটি একে-৪৭ রাইফেল উদ্ধার করা হয়েছে। সন্ত্রাসীরা হামলার সময় একটি ভয়াবহ গ্রেনেড বিস্ফোণ করে।