English Version
আপডেট : ৩ আগস্ট, ২০১৬ ১৭:৪৭

দুবাই এয়ারপোর্টে আছড়ে পড়ল উড়োজাহাজ (ভিডিওসহ)

অনলাইন ডেস্ক
দুবাই এয়ারপোর্টে আছড়ে পড়ল উড়োজাহাজ (ভিডিওসহ)

দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে নামার সময় আছড়ে পড়েছে এমিরেটস এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ। বোয়িং ৭৭৭ উড়োজাহাজটিতে যাত্রী ও ক্রু মিলিয়ে মোট ২৭৫ জন ছিলেন। তাদের সবাইকে নিরাপদে বের করে আনা সম্ভব হয়েছে বলে দুবাই মিডিয়া অফিসের এক টুইটে জানানো হয়েছে। এমিরেটস জানিয়েছে, তাদের ফ্লাইট ইকে৫১২ ভারতের কেরালার থিরুভানানথাপুরাম থেকে যাত্রী নিয়ে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে নামার সময় স্থানীয় সময় বুধবার দুপুর ১২টা ৪৫ মিনিটে দুর্ঘটনায় পড়ে উড়োজাহাজটি। ভিডিওতে  দেখা গেছে, উড়োজাহাজটি রানওয়েতে পেটের ওপর আছড়ে পড়েছে এবং কালো ধোঁয়ায় চারপাশ ছেয়ে গেছে।  বিমানবন্দরে জরুরি অবতরণের পরই বিমানটিতে আগুন ধরে যায় বলে বিবিসি জানিয়েছে। লাইভ এয়ার ট্রাফিক মনিটরের টুইটার অ্যাকাউন্ট থেকে জানানো হয়েছে, দুর্ঘটনার পর ওই বিমানবন্দরে ফ্লাইট অবতরণ বন্ধ রেখেছে। এমিরেটসের বিমানের এ দুর্ঘটনার পর তাৎক্ষণিকভাবে নিরাপত্তা রক্ষাকারী ও ফায়ার সার্ভিসকে বিমানটির দিকে ছুটে যেতে দেখা গেছে। তবে প্রাথমিকভাবে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। এ ছাড়া বিমানটির জরুরি অবতরণের কারণও জানা যায়নি।