English Version
আপডেট : ২ আগস্ট, ২০১৬ ১৫:৪৮

কলকাতায় বাড়ছে ডেঙ্গু আতঙ্ক

অনলাইন ডেস্ক
কলকাতায় বাড়ছে ডেঙ্গু আতঙ্ক

কলকাতায় ডেঙ্গুর মারাত্মক প্রকোপ দেখা দিয়েছে।  পুরো বর্ষার আগেই শহরে ডেঙ্গুতে মৃত্যু বেড়ে চার৷

সোমবার সন্ধ্যায় বাইপাশের ধারে একটি বেসরকারী হাসপাতালে মৃত্যু হল আরও দু’জনের৷ মৃতদের মধ্যে একজন বাগুইআটি ও অন্যজন দমদমের বাসিন্দা। মৃটাদের নাম পম্পা ভট্টাচার্য ও শিলা সিকদার৷ এই পরিস্থিতিতে মঙ্গলবার নবান্নে জরুরি বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী।

এর আগে ডেঙ্গুতে ভারতীয় বিদ্যাভবনের দুই পড়ুয়ার মৃত্যু হয়। সব মিলিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল চার।

বর্ষায় বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। একই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুও। এর আগে একদিনে ভারতীয় বিদ্যাভবনের  দুই পড়ুয়ার মৃত্যু হয়েছে। মৃতেরা হল পাঁচ বছরের পূর্বিতা হাজরা এবং আট বছরের বিবস্বান গুহঠাকুরতা।  

পরিবেশ বিজ্ঞানীরা বলছেন, বর্ষার সময় আমাদের একটু বাড়তি সচেতনতাই ভয়ঙ্কর হুমকির থেকে রক্ষা করতে পারে। তার পাশাপাশি ডেঙ্গু জ্বর যেন কোনভাবেই বিপদসীমায় না যেতে পারে সরকারকে সেদিকে সচেষ্ট থাকতে হবে।