English Version
আপডেট : ২ আগস্ট, ২০১৬ ১২:০১

স্যান্ডার্স শয়তানের সঙ্গে সমঝোতা করেছেন

অনলাইন ডেস্ক
স্যান্ডার্স শয়তানের সঙ্গে সমঝোতা করেছেন

যুক্তরাষ্ট্রের ৫৮তম প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী ডোনাল্ট ট্রাম্প তার প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটনকে 'শয়তান' বলে সম্বোধন করেছেন। খবর বিবিসি

পেনসেলভানিয়ায় সোমবার (২ আগস্ট) এক সমাবেশে  তিনি এ কথা বলেন। এ সময় হিলারির সঙ্গে সমঝোতা করার জন্য হিলারির প্রতিপক্ষ ব্যানি সান্ডার্সের সমালোচনা করেছেন। 

স্যান্ডার্স হিলারির কাছে আত্মসমর্পণ করেছেন বলে দাবি করে ট্রাম্প বলেন, 'স্যান্ডার্স একজন শয়তানের (হিলারি) সঙ্গে সমঝোতা করেছেন। তিনি (হিলারি) একটা শয়তান।' ইতোমধ্যে প্রয়াত এক মার্কিন সেনার বাবা-মাকে নিয়ে আক্রমণাত্মক মন্তব্য করে ডেমোক্রেটিক ও রিপাবলিকান উভয় পার্টির নেতাদের তোপের মুখে পড়েছেন ট্রাম্প। তার সমালোচনায় যোগ দিয়েছেন রিপাবলিকান দলের সাবেক প্রেসিডেন্ট প্রার্থী জন ম্যাককেইনও।