English Version
আপডেট : ১ আগস্ট, ২০১৬ ১৭:৪৩

ইমেইল জালিয়াত গ্রেফতার

অনলাইন ডেস্ক
ইমেইল জালিয়াত গ্রেফতার

আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল বলছে, সারা বিশ্বে ইন্টারনেট জালিয়াতির চক্র পরিচালনা করে এমন এক ব্যক্তিকে তারা নাইজেরিয়া থেকে গ্রেফতার করেছে। এই চক্রটি এ পর্যন্ত ছয় কোটি ডলারেও বেশি অর্থ জালিয়াতি করেছে।

জালিয়াতির একটি ঘটনাতেই এরা একজনের কাছ থেকে প্রায় দেড় কোটি ডলার হাতিয়ে নেয়। `মাইক` নামে পরিচিত এই ব্যক্তির নেতৃত্বে বিভিন্ন দেশে প্রায় ৪০ জন জালিয়াত তৎপর ছিল।

এদের লক্ষ্য ছিল ছোট এবং মাঝারি আকারের ব্যবসা প্রতিষ্ঠান। ইন্টারপোল এবং নাইজেরিয়ার পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে দক্ষিণাঞ্চলীয় শহর হারকোর্ট পোর্ট থেকে জালিয়াত চক্রের প্রধানকে আটক করে।

চক্রের অন্যান্য সদস্যরা মূলত নাইজেরিয়ার অন্যান্য শহর, মালয়েশিয়া এবং দক্ষিণ আফ্রিকা থেকে কাজ করতো।

* ইন্টারনেট জালিয়াতির কায়দা-  ইন্টারপোল বলছে, এই জালিয়াত চক্র প্রধানত দু`ভাবে মানুষকে স্ক্যাম করতো।

* পেমেন্ট ডাইভারশন ফ্রড- এতে সরবরাহকারী প্রতিষ্ঠানের ইমেইল হ্যাক করা হতো, এবং ভুয়া ইমেইল পাঠিয়ে ক্রেতাকে একটি নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্টে অর্থ জমা দেয়ার নির্দেশ পাঠানো হতো। অ্যাকাউন্টটির নিয়ন্ত্রণ ছিল জালিয়াত চক্রের হাতে।

* সিইও ফ্রড- এতে ব্যবসা প্রতিষ্ঠানের উচ্চ পদস্থ নির্বাহির ইমেইল অ্যাকাউন্ট হ্যাক করা হতো। এরপর সেই ইমেইল ব্যবহার করে প্রতিষ্ঠানের হিসাব বিভাগের কাছে নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্টে অর্থ জমা দেয়ার নির্দেশ পাঠানো হতো।