English Version
আপডেট : ৩১ জুলাই, ২০১৬ ১৮:১৩

সৌদি আরব প্রবাসীদের জন্যে কড়া নিয়ম : বেশী টাকা পাঠানো যাবে না

অনলাইন ডেস্ক
সৌদি আরব প্রবাসীদের জন্যে কড়া নিয়ম : বেশী টাকা পাঠানো যাবে না

সৌদি আরব প্রবাসীদের জন্যে নতুন নিয়ম চালু করছে সৌদি সরকার। এ নিয়ম অনুসারে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স তার মাসিক বেতনের অধিক হতে পারবে না। সৌদি আরবের অর্থ মন্ত্রনালয়, সৌদি আরবের মনিটারি এজেন্সির নতুন এক সিস্টেম প্রয়োগ করার কথা ভাবছেন যাতে করে প্রবাসীরা তাদের মাসিক আয়ের অধিক টাকা পাঠাতে না পারেন। মন্ত্রনালয়ের মতে মাসিক বেতনের অধিক টাকা হয়তোবা অবৈধ ভাবে উপার্জিত। নতুন এই সিদ্ধান্ত এখনো যাচাই বাছাই পর্যায়ে আছে এবং খুব শীঘ্রই তা প্রয়োগ করা হবে। তাদের ধারনা, এই সিস্টেমের ফলে লেবার মার্কেটের অনিয়ম এবং অবৈধভাবে উপার্জন অনেকাংশে কমে যাবে। প্রবাসীদের উপার্জিত যেকোন অর্থ ব্যাংকের মাধ্যমে একটি সমন্বিত নেটওয়ার্ক দ্বারা নিয়ন্ত্রন করা হবে।