English Version
আপডেট : ২৬ জুলাই, ২০১৬ ১৫:৪৫

সিরিয়ায় বিমান হামলায় নিহত ৪২

অনলাইন ডেস্ক
সিরিয়ায় বিমান হামলায় নিহত ৪২

সিরিয়ায় অবাধে চলছে বোমা হামলা। তেমনি গতকালও সিরিয়ার আলেপ্পোতে বাসার বাহিনীর বিমান হামলায় ৪২ জন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন।

আলজাজিরার খবরে বলা হয়, হামলাটি করা হয়েছে আলেপ্পোর আল-আতারেব শহরে।

সোমবার (২৫ জুলাই) সরকারি একটি বার্তা সংস্থার খবরে বলা হয়, বাসার বাহিনী বিদ্রোহীদের ওপর এ বিমান হামলা চালিয়েছে।

স্থানীয় এক বাসিন্দা আলজাজিরাকে জানিয়েছে, সোমবার এক দিনেই ২৭ বার বিমান হামলা চালিয়েছে রাশিয়া ও সরকারি বাহিনী।

চলমান গৃহযুদ্ধের অনেক সময়ই আল-আতারেবে আক্রমণ করা হয়েছে। কিন্তু বেসামরিকের ওপর এবারের হামলাটিই ছিল সবচেয়ে ভয়াবহ। সরকারি বাহিনীর নতুন কৌশল হিসেবে ছয়টি হাসপাতালের মধ্যে চারটিই হামলার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।

সরকারি বার্তা সংস্থা সানা খবরে বলা হয়, সোমবার আলেপ্পো ছাড়াও বিদ্রোহীদের ওপর দিয়ের আজযোর, হামা, হোমস এবং দেরা প্রদেশে হামলা চালানো হয়েছে।