English Version
আপডেট : ১২ জুলাই, ২০১৬ ১৩:০২

যুক্তরাষ্ট্রে আদালতের বাইরে গোলাগুলি, নিহত ৩

অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রে আদালতের বাইরে গোলাগুলি, নিহত ৩

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের আদালতের হাজতে থাকা এক ব্যক্তির গুলিতে আইন-বিষয়ক দুই কর্মকর্তা নিহত হয়েছেন। আহত হয়েছেন তাদের এক সহকারীসহ দুজন।

গতকাল সোমবার হাজত থেকে আদালতে নিয়ে যাওয়ার সময় ওই ব্যক্তি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যের বন্দুক কেড়ে নিয়ে গুলি ছুড়লে এ ঘটনা ঘটে। পরে হামলাকারীকেও গুলি করে হত্যা করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

নিহত দুই কর্মকর্তা আদালতে নিরাপত্তা দেওয়ার কাজে নিয়োজিত ছিলেন। আদালতে নিয়োজিত এসব নিরাপত্তা কর্মকর্তাকে যুক্তরাষ্ট্রে বেইলিফ বলা হয়।

নিহত ওই বন্দিকে আদালতে নিয়ে যাওয়ার পর তিনি বেইলিফদের সঙ্গে ধ্বস্তাধস্তি শুরু করে, এক পর্যায়ে এক কর্মকর্তার পিস্তল ছিনিয়ে নিয়ে গুলি ছুঁড়ে বলে জানিয়েছেন বেরিয়েন কাউন্টি শেরিফ পল বেইলি। বন্দি আসামি গুলি ছুঁড়তে শুরু করলে আদালত প্রাঙ্গণে উপস্থিত লোকজন নিরাপদ আশ্রয়ে লুকিয়ে পড়েন, এ সময় অন্যান্য কর্মকর্তারা গুলি করে ওই বন্দুকধারী বন্দিকে হত্যা করে।

বেরিয়েন কাউন্টির প্রধান নির্বাহী কর্মকর্তা (শেরিফ) এল পল বেইলি জানান, ঘটনাটি প্রকাশ্যে ঘটে। হামলাকারী প্রথমে আদালতে থাকা এক ব্যক্তির হাতে গুলি করেন। আহত ব্যক্তিদের লেকল্যান্ড হেলথ ও সেন্ট জোসেফ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আদালতের কার্যক্রম আজ মঙ্গলবার বন্ধ থাকবে। পুলিশ তদন্ত চালাচ্ছে।