English Version
আপডেট : ৮ জুলাই, ২০১৬ ১৮:৫৩

মদিনাসহ সৌদি আরবের বিভিন্ন স্থানে হামলায় ১২ পাকিস্তানীসহ গ্রেফতার ১৯

অনলাইন ডেস্ক
মদিনাসহ সৌদি আরবের বিভিন্ন স্থানে হামলায় ১২ পাকিস্তানীসহ গ্রেফতার ১৯

সৌদি আরবে সোমবারের আত্মঘাতী হামলার পর ১২ পাকিস্তানীসহ ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে। মদিনা শহরের মসজিদে নববীর কাছে একটি হামলা চালানো হয়েছে। মসজিদে নববী ইসলামের দ্বিতীয় পবিত্রতম স্থান।  বৃহস্পতিবার সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় একথা জানিয়েছে। মদিনা, কাতিফের একটি শিয়া মসজিদ ও দেশটির অর্থনৈতিক রাজধানী জেদ্দার পশ্চিমাঞ্চলে মার্কিন কনস্যুলেটের কাছে পৃথক তিনটি হামলা চালানো হয়। এই ঘটনায় এখন পর্যন্ত ৭ জন নিহত ও ২ জন আহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।  খবর বার্তা সংস্থা এএফপি’র।  সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ এক বিবৃতিতে জানিয়েছে, ২৬ বছর বয়সী সৌদি নাগরিক নায়ের মোসলেম হাম্মাদ আল-বালাউই মদিনা হামলার হোতা। সে মাদকাসক্ত । এসপিএ আরো জানায়, কাতিফে তিন ‘সন্ত্রাসী’ হামলা চালিয়েছে। হামলাকারীদের মধ্যে আব্দেররহমান সালেহ্ মুহাম্মদ আল-আমর (২৩) বিক্ষোভে অংশ নিয়েছিল বলে নিরাপত্তা সংস্থাগুলো জানত। এর আগে মন্ত্রণালয় জানিয়েছিল, জেদ্দায় হামলাকারীদের মধ্যে আব্দুল্লাহ্ কালজার খান নামের এক পাকিস্তানী নাগরিককে সনাক্ত করা হয়েছে। সে ১২ বছর ধরে জেদ্দায় বাস করছে। মদিয়ায় অবস্থিত ইসলামের দ্বিতীয় পবিত্রতম স্থান মসজিদে নববীর কাছে যে হামলা চালানো হয় তাতে ৪ জন প্রাণ হারিয়েছে। এর আগে মন্ত্রণায় জানিয়েছিল, শিয়া অধ্যুষিত উপসাগরীয় নগরী কাতিফে আত্মঘাতী হামলার পর তিন জনের শরীরের ছিন্নভিন্ন অংশ পাওয়া গেছে। জেদ্দায় হামলার ঘটনায় দুই পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। এখন পর্যন্ত কোন গোষ্ঠী বা সংগঠন সোমবারের হামলার দায়িত্ব স্বীকার করেনি।