English Version
আপডেট : ৮ জুলাই, ২০১৬ ১২:৩১

ডালাসে বন্দুকধারীদের গুলিতে নিহত ৪ পুলিশ

অনলাইন ডেস্ক
ডালাসে বন্দুকধারীদের গুলিতে নিহত ৪ পুলিশ

যুক্তরাষ্ট্রের ডালাসে বন্দুকধারীদের গুলিতে ৪ পুলিশ কর্মকর্তা নিহত হয়েছে। এসময়ে গুলিবিদ্ধ হয়েছে আরো  ১১ পুলিশ।

স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বিবিসি।

ডালাসের পুলিশ প্রধান ডেভিড ব্রাউন এক বিবৃতিতে জানান, সম্প্রতি পুলিশের গুলিতে যুক্তরাষ্ট্রের বাতন রুজ এবং মিনেসোটায় দুই কৃষ্ণাঙ্গ নিহত হওয়ার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভে মোতায়েন থাকা পুলিশ কর্মকর্তাদের লক্ষ্য করে গুলি চালায় সন্দেহভাজন বন্দুকধারী।

এতে ৪ পুলিশ নিহত হন। গুলিবিদ্ধ  ১১ পুলিশের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। এবং ২ অফিসারের অস্ত্রোপচার হয়েছে। বন্দুকধারীদের খুঁজতে ব্যাপক তল্লাশি চলছে। এখনও পর্যন্ত কাউকে ধরা সম্ভব হয়নি। ঘটনার সূত্রপাত বুধবার রাতে। নিজের গাড়িতে বান্ধবি ডায়মন্ড রেনল্ড ও তার শিশুকন্যাকে নিয়ে ড্রাইভ করছিলেন সেন্ট পলস পাবলিক স্কুলের কর্মী ফিল্যান্ডো ক্যাস্টিল।

মিনেসোটার ফ্যালকন হাইটস এলাকায় ট্র্যাফিক সিগন্যালে ওই কৃষ্ণাঙ্গের গাড়ি থামায় পুলিশ। ফিল্যান্ডোর গাড়ির টেইল লাইট ভাঙা থাকায় তাকে জিজ্ঞাসাবাদ করতে এগিয়ে আসেন এক পুলিশ কর্মকর্তা।

ক্যাস্টিলের পরিচয়পত্র চাওয়া হলে তিনি তা দেখাতে যান। সেই সঙ্গে জানান, তার সঙ্গে থাকা আগ্নেয়াস্ত্রের লাইসেন্স রয়েছে। এই কথা শুনেই তাকে তা নড়াচড়া করতে নিষেধ করেন ওই পুলিশ কর্মকর্তা। এরপর ক্যাস্টিলকে মাথার ওপর হাত তুলতে বলে তার দিকে বন্দুক তাক করা হয়।

তারপরই ওই অফিসার ক্যাস্টিলকে ৪-৫টি বার গুলি করেন। এ ঘটনা ভিডিও ফেসবুকে আপলোড করেন ক্যাস্টিলের বান্ধবি। এর আগে লুসিয়ানা রাজ্যে গত মঙ্গলবার ব্যাটন র‌্যাগ শহরে একটি দোকানের সময় পুলিশের গুলিতে প্রাণ হারায় আমেরিকান এল্টন স্টারলিং।  এতেই পুলিশের বিরুদ্ধে প্রবল ক্ষোভ জন্মায় জনতার।