English Version
আপডেট : ৭ জুলাই, ২০১৬ ১০:২১

ঈদ শুভেচ্ছায় গুলশানের নিহতদের স্মরণ করেছেন ওবামা

অনলাইন ডেস্ক
ঈদ শুভেচ্ছায় গুলশানের নিহতদের স্মরণ করেছেন ওবামা
বিশ্বজুড়ে মুসলিমদের প্রতি দেওয়া ঈদ শুভেচ্ছায় ঢাকার গুলশানে জঙ্গি হামলায় নিহতদের স্মরণ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।
 
হোয়াইট হাউজ থেকে প্রেসিডেন্ট ওবামা ও ফার্স্ট লেডি মিশেল ওবামার পক্ষে দেওয়া এক বিবৃতিতে একথা জানানো হয়।
 
এতে বলা হয়, “গত এক মাসে আমাদের দেশ এবং বিশ্ব বেশ কিছু চ্যালেঞ্জ ও কাণ্ডজ্ঞানহীন সন্ত্রাসের কবলে পড়েছে। ওরল্যান্ডো, ইস্তাম্বুল, ঢাকা, বাগদাদ ও মদিনার মতো স্থানে রমজান মাসে কেড়ে নেওয়া নিষ্পাপ প্রাণের জন্য আমাদের প্রার্থনা। “আমাদের দেশে মুসলিম আমেরিকানদের বিরুদ্ধে হামলা বৃদ্ধির বিষয়টি আমরা প্রত্যক্ষ করেছি। কেউ যেন কখনো তাদের প্রার্থনার জায়গায় নিরাপত্তাহীনতা অনুভব না করে।”
 
আমেরিকান মূল্যবোধ একে অন্যের সঙ্গে সংহতি প্রকাশ এবং পরস্পরকে রক্ষায় উদ্বুদ্ধ করে মন্তব্য করে বিবৃতিতে বলা হয়, এর মাধ্যমেই জাতি শক্তিশালী ও নিরাপদ হতে পারে।