English Version
আপডেট : ৬ জুলাই, ২০১৬ ১৬:৪১

বাগদাদে গাড়িবোমা হামলায় নিহত ২৫০

অনলাইন ডেস্ক
বাগদাদে গাড়িবোমা হামলায় নিহত ২৫০

বাগদাদে আত্মঘাতী গাড়িবোমা হামলায় মৃতের সংখ্যা বেড়ে ২৫০ জনে পৌঁছেছে। দেশটির সরকারি তথ্যের বরাত দিয়ে বুধবার বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে একথা জানিয়েছে।

২০০৩ সালে দেশটিতে মার্কিন নেতৃত্বাধীন আক্রমণের পর থেকে এটাই সবচেয়ে ভয়াবহ সহিংস হামলার ঘটনা। গত রোববার ইরাকের রাজধানী বাগদাদের কাররাদা এলাকার জনাকীর্ণ মার্কেটের সামনে বিস্ফোরক ভর্তি একটি গাড়ির বিস্ফোরণ ঘটানো হয়। এতে মৃতের সংখ্যা দ্বাড়িয়েছে ২৫০ জন। আসন্ন ঈদকে সামনে রেখে মার্কেটটিতে মানুষ কেনাকাটায় ব্যস্ত ছিল। পরে এক বিবৃতিতে এ হামলার দায় স্বীকার করে ইরাক ও সিরিয়াভিত্তিক জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।