English Version
আপডেট : ৫ জুলাই, ২০১৬ ০৩:৪৫

সৌদি আরবে ঈদুল ফিতর বুধবার

অনলাইন ডেস্ক
সৌদি আরবে ঈদুল ফিতর বুধবার

পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আগামীকাল মঙ্গলবার পবিত্র ঈদুল ফিতর পালিত হচ্ছে না। মঙ্গলবার হবে পবিত্র রমজান মাসের শেষ দিন। আর ঈদুল ফিতর পালিত হবে বুধবার। সোমবার মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যমগুলোর খবরে এমনটি জানা গেছে।

আল-জাজিরার খবরে বলা হয়েছে, সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাতে আগামীকাল বুধবার (৬ জুলাই) ঈদুল ফিতর উদযাপিত হবে।

সাধারণত সৌদি আরবের পরদিন আমাদের দেশে ঈদ ও রোজা পালিত হয়। সে হিসেবে বাংলাদেশে আগামীকাল চাঁদ না দেখা যাওয়ার সম্ভাবনাই বেশি। ফলে দেশে বৃহস্পতিবার ঈদুল ফিতর উদযাপিত হবে এটা প্রায় নিশ্চিত।