English Version
আপডেট : ৫ জুলাই, ২০১৬ ০৩:১৬

মদিনায় আত্মঘাতী বোমা হামলা, চারজন নিহত

অনলাইন ডেস্ক
মদিনায় আত্মঘাতী বোমা হামলা, চারজন নিহত

সৌদি আরবে ইসলামের দ্বিতীয় পবিত্রতম স্থান মদিনার মসজিদে নববী প্রাঙ্গণে আজ সোমবার আত্মঘাতী হামলা চালিয়েছে জঙ্গিরা দুর্বৃত্তরা। এতে আত্মঘাতী হামলাকারীসহ চারজন নিহত হয়েছে। সোমবার ইফতারের সময় মসজিদের পার্কিং এলাকার একটি নিরাপত্তা চৌকিতে এ হামলা হয় বলে সৌদি আরবের টেলিভিশন স্টেশন আল আরাবিয়া জানায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে আসা ছবিতে দেখা যায়, মসজিদে নববীর নিরাপত্তা চৌকির কাছে একটি গাড়িতে আগুন জ্বলছে। তা থেকে ফুলকি ছড়িয়ে পড়ছে। সোশ্যাল মিডিয়ায় আসা একটি ভিডিওতে দুইজন নিরাপত্তা কর্মীকে মাটিতে লুটিয়ে থাকতে দেখা গেছে। জেদ্দায় যুক্তরাষ্ট্র কনস্যুলেটে হামলাচেষ্টার দিনই মদিনায় এই আত্মঘাতী হামলার খবর হল। এদিন সন্ধ্যায় কাতিফ নামে সৌদি আরবের আরেকটি শহরে শিয়া মসজিদ লক্ষ্য করে আত্মঘাতী হামলা হয় বলে আল জাজিরা জানায়।