English Version
আপডেট : ৪ জুলাই, ২০১৬ ১৫:১১

জেদ্দায় আত্মঘাতি হামলাকারী নিহত

অনলাইন ডেস্ক
জেদ্দায় আত্মঘাতি হামলাকারী নিহত

সন্দেহভাজন একজন আত্মঘাতি হামলাকারী সৌদি আরবের জেদ্দায় মার্কিন কনস্যুলেটের কাছে বিস্ফোফরন ঘটিয়ে নিহত হয়েছে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ঐ হামলায় দুজন নিরাপত্তাকর্মী আহত হয়েছে। তবে আর কেউ আহত হয়নি। নিরাপত্তাকর্মীরা হামলাকারী ব্যক্তিকে ধাক্কা দিয়েছিল।

যুক্তরাষ্ট্রের স্বাধিনতা দিবসের প্রাক্কালে এবং সৌদি আরব সময়ে ফজরের নামাজের ঠিক পূর্বে এই হামলা চালানো হয়। ২০০৪ সালে জেদ্দাহ কনস্যুলেটে এক হামলায় ৯ জন নিহত হয়েছিল।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে হামলায় তাদের কোন কর্মী আহত হয়নি।

সৌদি সরকার থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়, নিরাপত্তারক্ষীরা কনস্যুলেটের বিপরীত পাশে হাসপাতালের সামনে একটি গাড়ি দেখে সন্দেহ করে। গাড়ির চালকের দিকে এগিয়ে গেলে সে নিজেকে বিস্ফোরিত করে। খবর- বিবিসি বাংলা