English Version
আপডেট : ৪ জুলাই, ২০১৬ ১১:১৮

গুলশানে সন্ত্রাসী হামলায় ক্ষুব্ধ জাপানি প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
গুলশানে সন্ত্রাসী হামলায় ক্ষুব্ধ জাপানি প্রধানমন্ত্রী

ঢাকায় সন্ত্রাসী সাত জাপানি নাগরিকের মৃত্যুতে ক্ষোভ প্রকাশ করেছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। 

রোববার এক বিবৃতিতে তিনি বলেন, ‘ঢাকায় এই সন্ত্রাসী হামলা অগ্রহণযোগ্য এবং এটা আমায় ভীষণভাবে ক্ষুব্ধ করেছে।’

গত শুক্রবার গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় মোট ১৭ বিদেশি নিহত হন। এদের মধ্যে সাতজনই জাপানি নাগরিক। তারা ঢাকার মেট্রোরেল প্রকল্পের সমীক্ষক হিসেবে কাজ করছিলেন।

বিবৃতিতে প্রধানমন্ত্রী আবে বলেন, ঢাকায় যে সাতজন নিহত হয়েছেন, তারা সেখানে গিয়েছিলেন বাংলাদেশেরই কল্যাণের জন্যই। গুলশানে ওই ভয়াবহ হামলার প্রেক্ষিতে তিনি প্রবাসে জাপানিদের নিরাপত্তায় পর্যাপ্ত ব্যবস্থা নেওয়ার কথা বলেন। একই সঙ্গে সন্ত্রাসবাদের মূলোৎপাটনে বিশ্ববাসীর সঙ্গে একযোগে কাজ করারও অঙ্গীকার করেন জাপানি প্রধানমন্ত্রী আবে।

ঢাকায় হামলায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, তাদের বাংলাদেশ সফরের জন্য একটি বিশেষ বিমানের ব্যবস্থা করা হচ্ছে। এছাড়া পরিস্থিতি পর্যবেক্ষণে জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রীকেও ঢাকায় পাঠানো হয়েছে।