English Version
আপডেট : ৩০ জুন, ২০১৬ ১৬:১০

স্ত্রীর ফেসবুক হ্যাকের দায়ে স্বামীকে গ্রেফতার

অনলাইন ডেস্ক
স্ত্রীর ফেসবুক হ্যাকের দায়ে স্বামীকে গ্রেফতার

ভারতের ফরিদাবাদের স্ত্রীর ফেসবুক একাউন্ট হ্যাকের দায়ে ১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ভারতীয় দণ্ডবিধির ৬৬(এ) ধারায় তাকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ বলছে, শচীন জিন্দাল নামের ওই ব্যাক্তি সম্প্রতি তার স্ত্রীর ফেসবুক একাউন্ট হ্যাক করে। পরে সেই একাউন্ট থেকে স্ত্রীর বন্ধুদের কাছে আপত্তিকর ও বিভ্রান্তিকর মেসেজ পাঠায়। এরপর তার স্ত্রীর বন্ধুরা বিষয়টি সম্পর্কে তাকে (শচিনের স্ত্রী) অবহিত করলে তিনি থানায় একটি মামলা দায়ের করেন।

গ্রেফতারকৃত ব্যক্তির স্ত্রীর দাবি, গত ১৪ এপ্রিল তিনি তার ফেসবুকের পাসওয়ার্ড পরিবর্তন করেছেন। সম্প্রতি তিনি তার বন্ধুদের অভিযোগ পান যে,  তার একাউন্ট থেকে আপত্তিকর মেসেজ পাঠানোর কথা। পরে তিনি দেখতে পান যে, তার একাউন্টে তিনি লগ ইন করতে পারছেন না। এরপরই তিনি সাইবার অপরাধ দমন শাখায় অভিযোগ দায়ের করেন।

এবং তদন্তে পুলিশ ঘটনার সত্যতা খুঁজে পেয়েছে। ওই দম্পতির মধ্যে বেশ কিছুদিন ধরেই কিছু কলহ চলছিল বলে তদন্তে জানা যায়।