English Version
আপডেট : ৩০ জুন, ২০১৬ ১৪:২৩

প্রেসিডেন্টের ডাকে নগ্ন জনগন

অনলাইন ডেস্ক
প্রেসিডেন্টের ডাকে নগ্ন জনগন

দলে দলে নগ্ন হচ্ছেন বেলারুশের জনগন । সেই ছবি ছড়িয়ে পড়ছে সর্বত্র। দেশটির প্রেসিডেন্ট অ্যালেজান্ডার লুকাশেঙ্কোর এক আহ্বানে এই ঘটনা ঘটেছে। দেশের অর্থনৈতিক দুরবস্থা নিয়ে বক্তব্য রাখছিলেন প্রেসিডেন্ট লুকাশেঙ্কো। দেশবাসীকে উদ্বুদ্ধ করতে চেয়েছিলেন। সেই সময়েই তিনি বলে ফেলেন, ‘নগ্ন হয়ে যান এবং ঘর্মাক্ত না হওয়া পর্যন্ত  কাজ করতে থাকুন।’

ওই বক্তব্যেই কেলেঙ্কারি! দলে দলে মানুষ নগ্ন হয়ে রাস্তাঘাট, অফিস এমনকী কলেজে পর্যন্ত ছবি তুলতে শুরু করেছেন। ইন্টারনেটে ভাইরাসের মতো ছড়িয়ে পড়েছে সেই সব ছবি।

প্রেসিডেন্টকে বিদ্ধ করা হচ্ছে সমালোচনায়। কীভাবে প্রেসিডেন্ট দেশবাসীকে নগ্ন হতে বলেন, সে প্রশ্ন উঠতে শুরু করেছে সর্বত্র। ইন্টারনেটে ‘হ্যাশট্যাগ গেটনেকেড অ্যান্ড গোটুওয়ার্ক’ বলে প্রচারও শুরু হয়ে গিয়েছে পুরোদস্তুর। যদিও, লুকাশেঙ্কো আদৌ কাউকে ‘নগ্ন’ হতে বলেছেন কি না, তা নিয়ে ঘোরতর সংশয় রয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম বলছে, প্রেসিডেন্ট বলতে চেয়েছিলেন ‘উন্নয়ন এবং কাজ’। কিন্তু তিনি যা উচ্চারণ করেছেন, তার রুশ অনুবাদ করলে যা দাঁড়ায়, তা প্রায় নগ্ন হওয়ার ডাক দেওয়ার সামিল। ফলে, যারা প্রেসিডেন্টের ওই ভাষণ শুনেছিলেন, তারা সকলেই ব্যাপারটি ভুল বোঝেন। খবর- বিবিসি