English Version
আপডেট : ২৯ জুন, ২০১৬ ০৪:১৯

ট্রাম্পকে ছাড়লেন তার ক্যাম্পেইন ম্যানেজার

অনলাইন ডেস্ক
ট্রাম্পকে ছাড়লেন তার ক্যাম্পেইন ম্যানেজার

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির সম্ভাব্য প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের ক্যাম্পেইন ম্যানেজার দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন। প্রচার-প্রচারণার সঙ্গে তাকে আর দেখা যাবে না। 

ট্রাম্পের ক্যাম্পেইনের একজন মুখপাত্র জানিয়েছেন, ক্যাম্পেইন ম্যানেজার করি লিওয়ানডস্কি প্রচার-প্রচারণার সঙ্গে আর থাকছে না। তার কঠোর পরিশ্রম এবং প্রচেষ্টার জন্য ক্যাম্পেইন টিম তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে। 

বিবিসি অনলাইনের এক খবরে সোমবার এ তথ্য জানানো হয়েছে।

কী কারণে লিওয়ানডস্কি ট্রাম্পের নির্বাচনী ক্যাম্পেইন ছেড়ে চলে যাচ্ছেন, তা এখনো পরিষ্কার করে জানা যায়নি। তবে নিউ ইয়র্ক টাইমসে জানানো হয়েছে, প্রেসিডেন্ট নির্বাচনের ক্যাম্পেইনকে ঢেলে সাজানোর পরিকল্পনার অংশ হিসেবে লিওয়ানডস্কি সরে দাঁড়াচ্ছেন। 

ডোলান্ড ট্রাম্প এখন নিজ দলের সিরিয়র নেতাদের চাপের মুখে রয়েছেন। অভিবাসন নীতি নিয়ে তার কঠোর অবস্থান এবং বেফাঁস মন্তব্যের জন্য রিপাবলিকান দলের শীর্ষ নেতারা ট্রাম্পের প্রতি চরম ক্ষুব্ধ। এখন নেতাদের সঙ্গে সমন্বয় করা তার জন্য জরুরি হয়ে দাঁড়িয়েছে।