English Version
আপডেট : ২৭ জুন, ২০১৬ ২১:৫৬

ট্রাম্পের চেয়ে হিলারির জনপ্রিয়তা বাড়ছে

অনলাইন ডেস্ক
ট্রাম্পের চেয়ে হিলারির জনপ্রিয়তা বাড়ছে

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের চেয়ে হিলারির জনপ্রিয়তা ফের বাড়ছে। প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান দলের ডোনাল্ড ট্রাম্পের চেয়ে ১৩.৩ শতাংশ বেশিতে এগিয়ে রয়েছেন ডেমোক্রেটিক দলের সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটন।

রয়টার্স ও আইপিএসওএস প্রকাশিত যৌথ জরিপের ফলে এ তথ্য জানা যায়।

রয়টার্সের এ জরিপ অনলাইনে চালানো হয়। এতে ৫০টি অঙ্গরাজ্যের এক হাজার ২০১ জন মতামত দেন। খবর বিবিসির। জুন মাসের ২০ থেকে ২৪ তারিখ পর্যন্ত চলা জরিপে ৪৬.৬ শতাংশ ভোটার হিলারিকে আর ৩৩.৩ শতাংশ ভোটার ট্রাম্পকে সমর্থনের কথা জানান। ২০.১ শতাংশ ভোটার এ দু'জনের কাউকেই সমর্থন করেন না বলে মত দিয়েছেন।

১২ জুন যুক্তরাষ্ট্রের অরল্যান্ডোতে নাইটক্লাবে হামলার ঘটনার পর ট্রাম্পের সমর্থন হঠাৎ বেড়ে যায়। এতে হিলারির জনপ্রিয়তা প্রায় ৯ শতাংশ হ্রাস পায়। ট্রাম্পের ওই সমর্থন বেড়ে যাওয়ার বিষয়টি সাময়িক বলে ধরা হচ্ছে। ক্লিনটনের প্রচারের সঙ্গে পেরে উঠতে হাঁসফাঁস করতে থাকা ট্রাম্প চলতি সপ্তাহে তাই আবার আগের স্থান থেকে পিছিয়েছেন। অরল্যান্ডো হামলার আগেও ট্রাম্পের চেয়ে প্রায় ১৩.৩ শতাংশ এগিয়ে ছিলেন হিলারি।