English Version
আপডেট : ২৬ জুন, ২০১৬ ১৪:০৯

সোমালিয়ায় বন্দুকধারীদের হামলায় নিহত মন্ত্রীসহ ১৪ জন

অনলাইন ডেস্ক
সোমালিয়ায় বন্দুকধারীদের হামলায় নিহত মন্ত্রীসহ ১৪ জন

সোমালিয়ার একটি হোটেলে বন্দুকধারীদের হামলায় ১ মন্ত্রীসহ ১৪ জন নিহত হয়েছে। তবে আহতদের সংখ্য এখনও জানা যায়নি।

শনিবার (২৫ জুন) মোগাদিসুর নাসা হাবলোড হোটেলে এ গাড়ি বোমা হামলা চালানো হয়। স্থানীয় নিরাপত্তা বাহিনীর বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রোববার (২৬ জুন) এ খবর জানায়।

নিহত মন্ত্রী হলেন দেশটির পরিবেশ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বুরি এম হামজা। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে সোমালিয়ান পররাষ্ট্র মন্ত্রণালয়।

হামলার পরপরই আল শাবাব এর দায় স্বীকার করেছে।

কর্মকর্তারা জানান, বন্দুকধারীরা হামলার পরপর কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটায়। এরপর ঘটনাস্থলে আগুন ছড়িয়ে পড়তে দেখা যায়। হামলায় ১৪ জন নিহত হন। সবশেষ হোটেলের একেবারে ওপরের তলা থেকেও একটি মরদেহ উদ্ধার করা হয়।