English Version
আপডেট : ২৪ জুন, ২০১৬ ১২:৩৯

কৃষ্ণাঙ্গ নিহত হওয়ার ঘটনায় অভিযুক্ত সিজারকে খালাস

অনলাইন ডেস্ক
কৃষ্ণাঙ্গ নিহত হওয়ার ঘটনায় অভিযুক্ত সিজারকে খালাস

বিদায়ী বছর এপ্রিলে পুলিশ কাস্টডিতে কৃষ্ণাঙ্গ যুবক ফ্রেডী গ্রের নিহত হওয়ার ঘটনায় অভিযুক্ত পুলিশ কর্মকর্তা সিজার গুডসনকে খালাস দেয়া হয়েছে।

ওই ঘটনায় ৬ জন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ করা হয়। ৬ অফিসারের মধ্যে অফিসার সিজার গুডসনের বিরুদ্ধে সবচেয়ে মারাত্মক অভিযোগ তোলা হযেছিল। পরে অবশ্য গুডসন নির্দোষ প্রমানিত হন।

বল্টিমোর সার্কিট জাজ ব্যারি ইউলিয়ামস বৃহস্পতিবার রায় পড়ে শোনান।

অন্যান্য অফিসারদের বিরুদ্ধে আরো হালকা অভিযোগ করা হয়েছে। এর আগে গত ডিসেম্বরে অফিসার ইউলিয়াম পোর্টার এবং গত মাসে অফিসার এডওয়ার্ড নিরো খালাস পান। খবর- ভয়েস অফ আমেরিকা