English Version
আপডেট : ২০ জুন, ২০১৬ ০৩:২৫

জাভায় বন্যায় নিহত ৩৫

অনলাইন ডেস্ক
জাভায় বন্যায় নিহত ৩৫

ইন্দোনেশিয়ার জাভার মধ্যাঞ্চলে বন্যা ও ভূমিধ্বসে ৩৫জন প্রাণ হারিয়েছে। এবং এ পষন্ত নিখোঁজ রয়েছে ২৫জন। প্রচন্ড বৃষ্টিতে হাজার হাজার বাড়ির ক্ষতি হয়েছে। বহু বাড়ি জলে নিমজ্জিত।

বৃষ্টিপাতের দরুন ভূমিধ্বস শুরু হয়।

ভূমিধ্বসে রাস্তার গাড়িগুলো এবং লোকজন তলিয়ে যায়। পাশাপাশি অনেকেই বাড়িতেই চাপা পড়ে। এদের মধ্যে যারা প্রাণে বেচেছেন, উদ্ধার কর্মীরা তাদের খোঁজ করছেন জাভায়।

ইন্দোনেশিয়ায় বন্যা ও ভূমিধ্বস নিয়মিত হয়ে থাকে। ২৫ কোটি মানুষের বাস ওই দ্বীপপুঞ্জে। জাভা হচ্ছে বিশ্বের সব চাইতে জনবহুল দ্বীপ।