English Version
আপডেট : ১৭ জুন, ২০১৬ ০৪:১৬

ইংল্যান্ডে নিজের কেন্দ্রেই খুন লেবার পার্টির মহিলা MP

নিজস্ব প্রতিবেদক
ইংল্যান্ডে নিজের কেন্দ্রেই খুন লেবার পার্টির মহিলা MP

দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন ব্রিটিশ এমপি জো কক্স। বৃহস্পতিবার ওয়েস্ট ইয়র্কশায়ারের ব্রিস্টলে একটি লাইব্রেরির কাছে তার ওপর গুলিবর্ষণ ও ছুরিকাঘাত করেন এক অজ্ঞাত ব্যক্তি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশের পক্ষ থেকে তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।  একজন প্রত্যক্ষদর্শী জানান, জো কক্সকে তিনবার গুলি করা হয় এবং ছুরি দিয়ে আঘাত করা হয়। হামলার পর তিনি মেঝেতে পড়ে যান। তার শরীর থেকে রক্ত ঝরছিল। এ সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে ৫২ বছরের এক ব্যক্তিকে আটক করেছে। জো কক্স যুক্তরাজ্যের পার্লামেন্টে বিরোধী দল লেবার পার্টির ব্যাটলি অ্যান্ড স্পেন আসনের এমপি। তিনি ব্রিটেনের ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) থাকার পক্ষে সোচ্চার ছিলেন। বৃহস্পতিবার ব্রিস্টলে একটি বৈঠক করার প্রস্তুতি নেওয়ার সময় হামলার শিকার হন। কক্সের মৃত্যুতে আগামী সপ্তাহে যুক্তরাজ্যের ইইউতে থাকা না থাকার প্রশ্নে গণভোটের প্রচার তাৎক্ষণিকভাবে স্থগিত করা হয়েছে। ৪১ বছর বয়সী জো কক্স দুই সন্তানের জননী। তিনি ২০১৫ সালে দেশটির সাধারণ নির্বাচনে জয়ী হন। তিনি ব্রিটিশ পার্লামেন্টের সিরিয়া বিষয়ক পার্লামেন্টারি কমিটির সভাপতি ছিলেন। জো কক্সের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন এবং বিরোধী দল লেবার পার্টি নেতা জেরেমি করবিন। সূত্র: বিবিসি, গার্ডিয়ান।