English Version
আপডেট : ১৬ জুন, ২০১৬ ১২:৫১

সাহারা মরুভূমি থেকে ২০ শিশুসহ ৩৪ মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক
সাহারা মরুভূমি থেকে ২০ শিশুসহ ৩৪ মরদেহ উদ্ধার

আলজেরিয়া সীমান্তের কাছাকাছি সাহারা মরুভূমি থেকে ২০ শিশুসহ ৩৪ অভিবাসীর মরদেহ পাওয়া গেছে বলে জানিয়েছে নাইজার। খবর- বিবিসি

সাব-সাহারান আফ্রিকা ও ইউরোপের মধ্যকার অন্যতম অভিবাসী রুট নাইজার। প্রতি বছর বিপুল সংখ্যক অবৈধ অভিবাসী মালি ও নাইজার হয়ে আলজেরিয়ায় যায়।

আন্তর্জাতিক অভিবাসী সংস্থার (আইওএম) মতে, গত বছর ১ লাখ ২০ হাজার অভিবাসী নাইজারের উষর  উত্তরাঞ্চল অতিক্রম করেছে।

নাইজার সরকার এক বিবৃতিতে জানিয়েছে, সাহারার ছোট মরুভূমি শহর অ্যাসামাক্কা থেকে ওই মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। পাচারকারীরা তাদের ছেড়ে যাওয়ার পর প্রচণ্ড তৃষ্ণায় তাদের মৃত্যু হতে পারে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী বাজউম মোহাম্মেদ।

তিনি জানান, মৃতদের মধ্যে ৯ জন নারী ও ৫ জন পুরুষ রয়েছেন। বাকিরা সবাই শিশু। জুনের ৬ থেকে ১২ তারিখের মধ্যে তাদের মৃত্যু হতে পারে। নিহতদের মধ্যে দুইজন নাইজেরিয়ান বলে নিশ্চিত হওয়া গেলেও বাকিদের পরিচয় পাওয়া যায়নি।