English Version
আপডেট : ১৩ জুন, ২০১৬ ১১:০৩

সব আমেরিকানের ওপর হামলা হয়েছে : ওবামা

অনলাইন ডেস্ক
সব আমেরিকানের ওপর হামলা হয়েছে : ওবামা
হামলার পর হোয়াইট হাউজে একটি বিবৃতি দেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, ফ্লোরিডা অঙ্গরাজ্যের অরলান্ডোর সমকামীদের নাইট ক্লাবে গুলি চালিয়ে ৫০ জনকে হত্যার মাধ্যমে সব আমেরিকানের ওপর হামলা চালানো হয়েছে। তিনি এ হামলাকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ ও ‘বিদ্বেষপ্রসূত কাজ’ বলে আখ্যা দিয়েছে।
তিনি বলেন, শোক ও ক্ষোভ প্রকাশ এবং 'আমাদের জনগণকে রক্ষার জন্য সমাধান আনতে' আমেরিকানরা ঐক্যবদ্ধ। প্রেসিডেন্টের দফতর হোয়াইট হাউসে দেয়া এক বিবৃতিতে ওবামা এসব কথা বলেন।
 
ওই হামলার প্রতিক্রিয়ায় ওবামা বলেন, 'আজ আমেরিকান হিসেবে আমরা এই বর্বরোচিত হত্যা, নিরীহ লোকজনের ওপর ভয়ানক হত্যাযজ্ঞের নিন্দা জানাই।'
 
তিনি বলেন, 'যদিও এখন পর্যন্ত তদন্তকাজ প্রাথমিক অবস্থায় আছে, এরপরও আমরা বলতে পারি, এটা সন্ত্রাসী কর্মকাণ্ড এবং বিদ্বেষপ্রসূতকাজ।'
 
মার্কিন প্রেসিডেন্ট বলেন, 'আমরা ভয়ের কাছে নতি স্বীকার করব না কিংবা একে অন্যের বিরুদ্ধে দাঁড়াব না। এর পরিবর্তে আমরা আমাদের লোকজনকে রক্ষা ও আমাদের জাতীয়তাকে আগলে ধরে আমেরিকান হিসেবে ঐক্যবদ্ধ থাকব। একই সঙ্গে যারা আমাদের হুমকি দেবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।'
 
হামলায় নিহত ব্যক্তিদের স্মরণে হোয়াইট হাউসে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছেন ওবামা।