English Version
আপডেট : ১৩ জুন, ২০১৬ ১০:৫০

হামলার ঘটনায় আইএসের সরাসরি সম্পৃক্ততা নেই : যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক
হামলার ঘটনায় আইএসের সরাসরি সম্পৃক্ততা নেই : যুক্তরাষ্ট্র
হামলার পর অনেককে কান্নায় ভেঙ্গে পড়তে দেখা যায়

মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় সমকামীদের এক নাইটক্লাবে বন্দুকধারীর হামলায় ৫০ জন নিহতের ঘটনায় দায় স্বীকার করছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। এর আগে, স্থানীয় সময় শনিবার মধ্যরাতে অঙ্গরাজ্যের অরল্যান্ডোতে এ হামলার ঘটনা ঘটে। খবর বিবিসির। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় সমকামীদের নাইটক্লাবে হামলার সময় হামলাকারী বন্দুকধারী পুলিশকে ফোন করে ইসলামিক স্টেট গোষ্ঠী বা আইএস-এর প্রতি আনুগত্যের কথা বলেছেন বলে জানিয়েছে গোয়েন্দা সংস্থা এফবিআই। তবে আইএস কতটা জড়িত ছিল সেবিষয়টি এখনো পরিষ্কার নয়। আইএসের সাথে সংশ্লিষ্ট আমাক সংবাদ সংস্থা বলছে, হামলাটি চালিয়েছে একজন 'আইএস যোদ্ধা'। এদিকে, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এ ঘটনাকে সন্ত্রাস এবং বিদ্বেষের কাজ বলে আখ্যা দিয়েছেন। হামলার পর হোয়াইট হাউজ থেকে পাঠানো এক বিবৃতি তিনি বলেন, "বন্দুকধারীর কাছে একটি হ্যান্ডগান এবং একটি অ্যাসল্ট রাইফেল ছিল। এতেই প্রমাণ হয় কত সহজেই বন্দুকের ব্যবহার করে এখানে স্কুল বা আবাসিক এলাকা বা নাইটক্লাবে হামলা করা যায়"। এই ঘটনায় নিন্দা জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিন্টন এবং ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প মুসলিম মৌলবাদীদের দায়ী না করায় প্রেসিডেন্ট ওবামার পদত্যাগও দাবি করেছেন। আইন শৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী ২৯ বছর বয়সী বন্দুকধারী তরুণের নাম ওমর মতিন। তার জন্ম যুক্তরাষ্ট্রে হলেও তার বাবা-মা আফগান।শনিবার মধ্যরাতে ফ্লোরিডার অরল্যান্ডো শহরের পালস নামের নাইটক্লাবটিতে ঢুকে গুলি চালায় মতিন। তাতে ৫০ জন নিহত হয় সেখানে। আহতের সংখ্যা তারচেয়ে বেশি। প্রায় তিন ঘণ্টা পর সেখানে ঢুকে তাকে হত্যা করে পুলিশ।