English Version
আপডেট : ১৩ জুন, ২০১৬ ১০:৪৮

‘মার্কিনীদের জন্য যারা হুমকি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে’

অনলাইন ডেস্ক
‘মার্কিনীদের জন্য যারা হুমকি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে’

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় সমকামীদের নাইটক্লাবের ঘটনাকে ‘সন্ত্রাস ও ঘৃণার কাজ’ উল্লেখ করে মার্কিনীদের জন্য যারা হুমকি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। জঙ্গিগোষ্টি আইএস হামলার দায় স্বীকার করলেও তা নিশ্চিত নয় বলে দাবি করেছেন মার্কিন কর্মকর্তারা। ওদিকে লস অ্যাঞ্জেলেস থেকে বিপুল অস্ত্র ও বিস্ফোরকসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

স্থানীয় সময় রোববার মধ্য রাতে আফগান বংশোদ্ভূত মার্কিন নাগরিক ওমর মতিনের অতর্কিতে বন্দুক হামলায় লন্ডভন্ড অরল্যান্ডোর ওই নাইটক্লাব। মুহূর্তেই প্রাণ হারান ৫০ জন। আহত হন অর্ধশতাধিক মানুষ। ক্লাবের কয়েকজনকে জিম্মিও করে রাখে মতিন।

কয়েক ঘণ্টা পর পুলিশের গুলিতে প্রাণ হারায় সে। জঙ্গি সংশ্লিষ্টতা সন্দেহে ২০১৩ সালে দুই দফায় এফবিআইএর তদন্তের মুখে পড়ে বর্তমানে নিরাপত্তা কর্মী হিসেবে কাজ করা ওমর মতিন।

হামলায় শোক ও ক্ষোভ প্রকাশ করে এ সন্ত্রাসী কর্মকাণ্ডকে সব মার্কিনীদের ওপর হামলা বলেছেন ওবামা। এ ঘটনায় তারা ভীতু নয়, তবে যুক্তরাষ্ট্রের জনগণকে রক্ষায় মার্কিনীরা ঐক্যবদ্ধ বলেও জানান বারাক ওবামা।

জঙ্গিগোষ্ঠি আইএস ভয়াবহ এ সন্ত্রাসী হামলার দায় স্বীকার করলেও তা মানতে নারাজ মার্কিন কর্মকর্তারা। তাদের দাবি, আইএস যে এ হামলা চালিয়েছে তার কোন প্রমাণ নেই।

ওদিকে অরল্যান্ডোর নাইটক্লাবে হামলার দিনই তল্লাশি অভিযান চালিয়ে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস থেকে ভারী অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরকসহ একজনকে গ্রেফতার করে পুলিশ। এসব নিয়ে সমকামীদের একটি শোভাযাত্রায় যাওয়ার কথা জানায় গ্রেফতার করা ব্যক্তি।