English Version
আপডেট : ১২ জুন, ২০১৬ ১৪:৫৬

সমকামীদের ক্লাবে হামলা, আহত ২০

অনলাইন ডেস্ক
সমকামীদের ক্লাবে হামলা, আহত ২০

যুক্তরাষ্ট্রের অরল্যান্ডো শহরের পুলিশ বলছে, সেখানে সমকামীদের একটি নাইট ক্লাবে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা বলছে ওই হামলায় অন্তত ২০জন আহত হয়েছেন।

অসমর্থিত সূত্রে জানা যাচ্ছে যে হামলাকারী এখনও ‘পাল্‌স ক্লাব’-নামের ওই নাইটক্লাবে অবস্থান করছে এবং সেখানে থাকা মানুষদের জিম্মি করা হয়েছে।

টুইটারে পোস্ট করা একটি ভিডিওতে দেখা যাচ্ছে যে, ফ্লোরিডার অরল্যান্ডো শহরে অবস্থিত ওই ক্লাবটি বাইরে আহত ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে। জরুরি সেবা প্রদানের বিভিন্ন যানবাহন ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। খবর- বিবিসি বাংলা