English Version
আপডেট : ১০ জুন, ২০১৬ ১৮:৪৬

সৌদি আরবে ওমরাহ করতে যাবার পথে ৩২ জন নিহত

অনলাইন ডেস্ক
সৌদি আরবে ওমরাহ করতে যাবার পথে ৩২ জন নিহত

সুদানের রাজধানী খারতুমের যাওয়ার একটি সংযোগ বাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩২ জন যাত্রী নিহত এবং ১২ জন আহত হয়েছেন বলে জানিয়েছে চীনা বার্তা সংস্থা জিনহুয়া।

প্রতিবেদনে বলা হয়, খারতুম থেকে ৫৩০ কিমি উত্তর-পূর্বাঞ্চলের আল রাওয়াজাল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বাসের যাত্রীরা সবাই ওমরাহ পালনের জন্য সৌদি আরব যাচ্ছিলেন। প্রতিকূল আবহাওয়ার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। 

সড়ক দুর্ঘটনার দেশগুলোর মধ্যে সুদান অন্যতম। দেশটিতে প্রতি বছর শুধু সড়ক দুর্ঘটনায় বহু প্রাণহানি ঘটে। ২০১৫ সালে দুর্ঘটনায় ১৬৬২ জন নিহত হয়েছেন।