English Version
আপডেট : ৭ জুন, ২০১৬ ১৫:৩০

১৯ নারীকে জীবন্ত পুড়ালো আইএস

অনলাইন ডেস্ক
১৯ নারীকে জীবন্ত পুড়ালো আইএস

যৌন দাসী হতে রাজি না হওয়ার অপরাধে ১৯ জন ইয়াজিদি নারীকে জীবন্ত পুড়িয়ে মারল জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। প্রায় দীর্ঘ দু’বছর ধরে আইএসের দখলে থাকা ইরাকের উত্তরে অবস্থিত মাসুল শহরে এ ঘটনা ঘটেছে।

নারীদের কেবলমাত্র যৌন উপাদান হিসেবে দেখতেই অভ্যস্ত আইএস জঙ্গিরা। যৌনতার জন্য নির্মম অত্যাচার এবং যৌন লালসা চরিতার্থ করার পর আইএসের কবলে থাকা মহিলাদের বিক্রি করে দেওয়ার মতো ঘটনাও ঘটেছে আইএস এলাকায়। 

জানা গেছে, ওই ১৯ জন মহিলা যৌনকর্মে অংশ নিতে না চাইলে তাঁদের প্রথমে একটি লোহার খাঁচায় বন্দী করা হয়। এরপর আগুন লাগিয়ে দেওয়া হয় সেই খাঁচায়। এই সমগ্র প্রক্রিয়াটিই হয়েছে প্রকাশ্য ওই এলাকায় দিবালোকে।