English Version
আপডেট : ৫ জুন, ২০১৬ ২০:২৯

বেজিং একঘরে হবে না

অনলাইন ডেস্ক
বেজিং একঘরে হবে না

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী অ্যাশ কার্টার শনিবার যে মন্তব্য করেছেন যে চীন যদি দক্ষিণ চীন সাগরে বিরোধিত ছোট ছোট দ্বীপগুলোতে উষ্কানিমূলক সামরিকায়ন করা অব্যাহত রাখে, তাহলে তারা নিজেদের একঘরে করে রাখার দেওয়াল তৈরি করবে, এক উর্ধতন চীনা কর্মকর্তা, রোববার তা প্রত্যাখ্যান করেন।

গণ মুক্তি সেনা বাহিনীর অ্যাডমিরাল সান জিয়ানকো বলেন “ আমরা বিগত দিনে একঘরে ছিলাম না, এখনও নই, ভবিষ্যতেও তা হবো না।”

ওই অঞ্চলে সমুদ্রপথে চলাচলে উত্তেজনাকর পরিস্থিতির জন্য, সান, যুক্তরাষ্ট্রকে দোষারোপ করে।

তিনি যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর নৌ চলাচলের স্বাধীনতার কার্যক্রম এবং ওই অঞ্চলে যে সব দেশের সঙ্গে বেজিং এর আঞ্চলিক বিরোধ আছে তাদের প্রতি ওয়াশিংটনের সমর্থনের সমালোচনা করেন। খবর- ভয়েস অফ আমেরিকা।