English Version
আপডেট : ৪ জুন, ২০১৬ ১৯:৩৩

মার্কিন বান্ধবী ও শিক্ষকের খুনি বাঙালি মৈনাক

অনলাইন ডেস্ক
মার্কিন বান্ধবী ও শিক্ষকের খুনি বাঙালি মৈনাক

গত বুধবার লস অ্যাঞ্জেলেসে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার (ইউসিএলএ) ক্যাম্পাসে নিহত মেকানিক্যাল ও অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক ক্লুগের খুনির পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন এই বিশ্ববিদ্যালয় থেকেই পিএইচডি করা ভারতীয় মৈনাক সরকার। শিক্ষককে মারার তিন দিন আগে তিনি মিনেসোটায় খুন করে আসেন তার এক বান্ধবীকে। ওই মিনেসোটাতেই থাকেন পশ্চিমবঙ্গের মেধাবী শিক্ষার্থীটি।

গত ১০ মার্চ ব্লগে মৈনাকের একটি লেখায় অধ্যাপক ক্লুগের প্রতি তার ঘৃণার প্রকাশ দেখা যায়। তাতে তিনি লেখেন ‘‘প্রফেসর বলতেই যে ধরনের মানুষের কথা মনে আসে, ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার (ইউসিএলএ) অধ্যাপক উইলিয়াম ক্লুগ একেবারেই সে রকম নন। তিনি একজন বিকৃত মানসিকতার মানুষ। ইউসিএলএর নতুন পড়ুয়াদের এর থেকে দূরে থাকতে বলছি আমি।’’ লেখার সঙ্গে ওই অধ্যাপকের একটি ছবি এবং তার নিচে নিজের পরিচয়— ‘আমি মৈনাক সরকার’।

লিঙ্কড ইন প্রোফাইল থেকে জানা যায়, মৈনাক ভারতের আইআইটি খড়্গপুরের প্রাক্তনী।

৩৯ বছরের ক্লুগ খুনের আগে কিন্তু বান্ধবী অ্যাশলের খুনের কথা টের পায়নি পুলিশ। গতকাল ক্যাম্পাসে ক্লুগের মৃতদেহের পাশে মৈনাকের হাতে লেখা একটি চিরকুট মেলে। মৈনাক তাতে এ-ও লিখেছিলেন, ‘আমার বেড়ালটাকে দেখো।’ ওই ঠিকানায় গিয়ে পুলিশ পায় একটি ‘খতম তালিকা’। তাতে ক্লুগ ও অ্যাশলে ছাড়াও ইউসিএলএর আরও এক অধ্যাপকের নাম ছিল। এর পরেই উদ্ধার হয় অ্যাশলের দেহ। অন্য অধ্যাপক অবশ্য নিরাপদে আছেন।

বিশ্ববিদ্যালয়ের নথি বলছে, ক্লুগের কাছেই পিএইচডি করেছিলেন মৈনাক। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, ২০১৩ সালে মৈনাক পিএইচডি থিসিস জমা দেন। সেই গবেষণাপত্রের কৃতজ্ঞতা স্বীকারের তালিকায় ক্লুগের নামও রয়েছে।

মৈনাক কেন মারলেন নিজের পিএইচডি গাইডকে? সেই রহস্যের সন্ধান চলছে এখন।

গতকাল মৈনাকের দেহের পাশ থেকে উদ্ধার হয় দুটি সেমি-অটোম্যাটিক বন্দুক। আর তার ফ্ল্যাট থেকে কিছু বুলেট। পুলিশের সন্দেহ, মিনোসোটা থেকে লস অ্যাঞ্জেলেসে গাড়িতে এসেছিলেন মৈনাক। গাড়িটি অবশ্য পাওয়া যায়নি।

 

সূত্র: আনন্দবাজার পত্রিকা। -