English Version
আপডেট : ১ জুন, ২০১৬ ১৫:৪৯

বৌদ্ধমন্দিরের ফ্রিজ থেকে ৪০টি বাঘের মৃতদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক
বৌদ্ধমন্দিরের ফ্রিজ থেকে ৪০টি বাঘের মৃতদেহ উদ্ধার
থাইল্যান্ডের বৌদ্ধ মন্দিরের ফ্রিজ থেকে প্রায় চল্লিশটি বাঘের বাচ্চার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ ও বন্য প্রাণী সংরক্ষণ কর্মকর্তারা তল্লাশি চালিয়ে এগুলো উদ্ধার করেন।  
কাঞ্চনাবুরি প্রদেশের ওই বৌদ্ধমন্দিরটিতে থাকা ১৩৭টি বাঘের মধ্যে তিনটিকে গত সোমবারই সরিয়ে নেয়া হয়েছিল বলে জানিয়েছে বিবিসি। এরপর থেকে মন্দিরটিতে তল্লাশি চালিয়ে যাচ্ছিলেন কর্মকর্তারা।
ওয়াত ফা লুয়াং তা বুয়া টাইগার টেম্পল নামের এই মন্দিরে পর্যটকেরা অর্থের বিনিময়ে বাঘসহ অন্যান্য বন্যপ্রাণী দেখতে পারতেন, ছবিও তুলতে পারতেন, এমনকি সেগুলোকে খাবারও খেতে দিতে পারতেন। যদিও এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে নিষেধাজ্ঞা ছিল। বৌদ্ধমন্দিরের ভিক্ষুদের বিরুদ্ধে অবৈধভাবে বাঘ রাখা এবং পশু পাচারের অভিযোগ আনা হয়েছে। ২০১৫ সালের ফেব্রুয়ারি মাসেও ওই বৌদ্ধমন্দিরে অভিযান চালিয়েছিল বন্যপ্রাণী সংরক্ষণ কর্তৃপক্ষ। তখন সেখান থেকে শিয়াল, ভালুক ও ধনেশ পাখি সরিয়ে নেয়া হয়েছিল।