English Version
আপডেট : ৩১ মে, ২০১৬ ১৭:৫৩

রুশ বিমান হামলায় নিহত ২৩

অনলাইন ডেস্ক
রুশ বিমান হামলায় নিহত ২৩
বিদ্রোহী অধিকৃত সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব শহরে রুশ বিমান হামলায় অন্তত ২৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো অন্তত ৩৫ জন। ব্রিটেনভিত্তিক পর্যটক সংস্থা সিরিয়ান অবজারবেটরি ফর হিউম্যান রাইটস এ খবর জানিয়েছে। পর্যবেক্ষক সংস্থাটি জানায়, সোমবার রাতভর বিভিন্ন অবস্থানকে লক্ষ্য করে বিমান হামলা চালায় রুশ বিমান বাহনী।
 
তাদের দাবি, বেশ কয়েকটি আবাসিক এলাকায় এবং একটি হাসপাতাল ও সরকারি উদ্যানের কাছে বিমান হামলা চালানো হয়। নিহতদের মধ্যে সাত শিশু রয়েছে বলে জানায় তারা। তবে রাশিয়া সংস্থাটির এ দাবি নাকচ করে দিয়েছে। গণমাধ্যমে প্রকাশিত ছবিতে বিমান হামলায় বিধ্বস্ত ভবন এবং উদ্ধারকর্মীদের কাজ করতে দেখা যায়। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৬০ জন এবং আহতের সংখ্যা ২০০ ছাড়িয়েছে। সিরিয়ার ইদলিব প্রদেশটি আল-কায়েদার সাথে সংযুক্ত নুসরা ফ্রন্টের অন্যতম ঘাঁটি। গত ফেব্রুয়ারিতে শান্তি আলোচনার ভিত্তিতে সিরিয়ায় সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয় রাশিয়া ও যুক্তরাষ্ট্র সহ দেশটির একাধিক গ্রুপ। তবে সে সময় জঙ্গি গ্রুপ নুসরা ফ্রন্ট যুদ্ধবিরতি চুক্তির বাইরে ছিল। খবর- বিবিসি