English Version
আপডেট : ৩১ মে, ২০১৬ ১৭:৪৮

১৬ যাত্রীকে হত্যা করেছে তালেবান

অনলাইন ডেস্ক
১৬ যাত্রীকে হত্যা করেছে তালেবান
আফগানিস্তানের আলিয়াবাদ জেলায় ১৬ জন বাসযাত্রীকে হত্যা করেছে জঙ্গি সংগঠন তালেবান। অপহরণের পর তাদেরকে হত্যা করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছে দেশটির পুলিশ।   স্থানীয় পুলিশ প্রধান এক বিবৃতিতে বলেন, আলিয়াবাদ জেলায় একদল বন্দুকধারী দুটি বাসকে থামিয়ে প্রায় ২০০ জন যাত্রীকে অপহরণ করে। এরপর পুলিশ ১৬০ জনকে মুক্ত করতে সক্ষম হয়। বাস দুটি রাজধানী কাবুল থেকে বাদাখসানে যাচ্ছিল বলে জানান তিনি। কুন্দুজের প্রাদেশিক গভর্নরের মুখপাত্র সায়েদ মাহমুদ দানিশ বলেন, ১৬ জন যাত্রীকে গুলি করে হত্যা করেছে তালেবান। এখনো তাদের কাছে জিম্মি রয়েছে ৩০ জনেরও বেশি যাত্রী। এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো বিবৃতি দেয়নি জঙ্গি সংগঠনটি।
 
গত বছর তালেবান অধিকৃত অধিকাংশ শহরের দখল নেয় আফগান বাহিনী। তবে কুন্দুজ শহরের একটি অংশ এখনো তালেবান জঙ্গিদের নিয়ন্ত্রণে রয়েছে।  খবর- বিবিসি