English Version
আপডেট : ৩১ মে, ২০১৬ ১৭:৪২

পাচার অভিযোগে বৌদ্ধমন্দির থেকে বাঘ সরানো হচ্ছে

অনলাইন ডেস্ক
পাচার অভিযোগে বৌদ্ধমন্দির থেকে বাঘ সরানো হচ্ছে

পাচার ও অপব্যবহারের অভিযোগে থাইল্যান্ডের একটি বৌদ্ধমন্দির থেকে সরিয়ে নেয়া হচ্ছে বাঘ। সোমবার (৩০ মে) কাঞ্চনাবুরি প্রদেশে অবস্থিত ‘দ্য ওয়াত ফা লুয়াং তা বুয়া টাইগার টেম্পল’ নামের ওই মন্দিরের ১৩৭টি বাঘের মধ্যে তিনটি বাঘ সরিয়ে নেয় দেশটির বন্যপ্রাণী সংরক্ষণ কর্তৃপক্ষ।

বন্যপ্রাণী সংরক্ষণ কর্তৃপক্ষ জানান, মন্দিরের বাঘগুলোকে প্রথমে চেতনানাশক ইনজেকশন দেয়া হয়। এরপর স্ট্রেচারে করে খাঁচায় ভরে সযত্নে নিয়ে যাওয়া হয়। সোমবার এভাবে তিনটি বাঘ সরিয়ে নেয়া হয়েছে। এক সপ্তাহ ধরে চলবে এই প্রক্রিয়া। আর এই অভিযানে যুক্ত রয়েছেন এক হাজার কর্মচারী। বাঘগুলোকে সরকারি অভয়ারণ্যে ছেড়ে দেয়া হবে বলেও জানান তারা।

তবে বন্যপ্রাণী সংরক্ষণ কর্তৃপক্ষের বাঘ পাচার ও অপব্যবহারের অভিযোগ অস্বীকার করেছে মন্দির কর্তৃপক্ষ। তাদের দাবি, জায়গাটি বাঘদের অভয়ারণ্য। পর্যটকেরা অর্থের বিনিময়ে মন্দিরটিতে বাঘ দেখতে ও খাবার খাওয়াতে পারতেন। চাইলে সেলফিও তুলতেন।

ডিপার্টমেন্ট অব ন্যাশনাল পার্কের উপমহাপরিচালক অ্যাডিসর্ন নুচদামরং বলেন, পাচার ও অপব্যবহারের অভিযোগ থাকায় এর আগেও তারা মন্দির থেকে বাঘ সরানোর চেষ্টা করেন। কিন্তু মন্দির কর্তৃপক্ষ তাদের বিরোধিতা করেন। তাই তারা আদালতের শরণাপন্ন হন। আদালত তাদের পক্ষে রায় দেন। এর আগে চলতি বছর জানুয়ারি ও ফেব্রুয়ারিতে বৌদ্ধমন্দির থেকে ১০টি বাঘ সরিয়ে নেন বন্য প্রাণী সংরক্ষণ কর্মীরা।  ২০১৫ সালের ফেব্রুয়ারিতেও ওই বৌদ্ধমন্দিরে অভিযান চালায় পুলিশ। সেখানে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই শিয়াল, ভালুক ও ধনেশ পাখি রাখা হয়েছিল। পরে সেগুলোকে সরিয়ে নেয়া হয়। খবর- বিবিসি