English Version
আপডেট : ৩০ মে, ২০১৬ ১৩:০৫

পৃথিবীর কাছে মঙ্গল

অনলাইন ডেস্ক
পৃথিবীর কাছে মঙ্গল
দীর্ঘ ১১ বছর পর পৃথিবীর খুব কাছে আসবে মঙ্গলগ্রহ। পৃথিবীর আকাশে রহস্যময় এ লাল মঙ্গলগ্রহ স্পষ্টভাবে দেখা দেবে আজ দুপুর ৩ টায়।
 
গ্রিনিচ মিন টাইম (জিএমটি) ২২-এ প্যাসিফিক সময় অনুযায়ী রহস্যময় মঙ্গলগ্রহ আকাশে অনেকটাই উজ্জ্বল হয়ে দেখা দেবে এসময়ে। এবং খালি চোখেই দেখা যাবে। এই বিরল ঘটনার সাক্ষী হবে পৃথিবীবাসী। সৌরজগতে পৃথিবী আর মঙ্গল প্রতিবেশী গ্রহ। এরা নিজের কক্ষপথে সারাক্ষণ ঘুরে চলেছে।
 
আজ থেকে কয়েক সপ্তাহ ধরে আমাদের এই বাসযোগ্য গ্রহটি থেকে লাল গ্রহ থাকবে চার কোটি ৬৭ লাখ মাইল দূরে। বেশ কয়েক দিন ধরে টেলিস্কোপ তো বটেই রাতের আকাশে খালি চোখেও দেখা যাবে লাল গ্রহকে। গত ১৩ বছরে পৃথিবী থেকে মঙ্গলকে এত বড়, আর এত উজ্জ্বলভাবে আর কখনও দেখা যায়নি।
 
জ্যোতির্বিজ্ঞানীরা জানাচ্ছেন, সূর্যকে একটি উপবৃত্তাকার কক্ষপথে আবর্তন করে মঙ্গল। সেই আবর্তনের সময় কখনও তা পৃথিবী থেকে চলে যায় অনেক দূরে আবার কখনও তা চলে আসে পৃথিবীর খুব কাছে। দূরে গেলে সেই অবস্থানটাকে বলা হয় এপি হেলিয়ন। আর কাছে এলে সেই অবস্থানটিকে বলা হয় পেরি হেলিয়ন। 
 
৩০ মে থেকে মঙ্গল গ্রহটি যে অবস্থানে থাকবে তাকে বলা হয় পেরি হেলিয়ন অপজিশন। ওই দিন থেকে কয়েক সপ্তাহ ধরে সূর্য, পৃথিবী আর মঙ্গল থাকবে একই সরলরেখার উপরে। ফলে সূর্য ডুবলেই রাতের আকাশে ঝকঝকে অবস্থায় দেখা যাবে পৃথিবীর সবচেয়ে কাছে এসে পড়া লাল গ্রহটিকে। 
 
এর আগে ২০০৩ সালের আগস্টে লাল গ্রহ আমাদের আরও কাছে এসেছিল। ওই সময় পৃথিবী থেকে মঙ্গলের দূরত্ব ছিল সাড়ে তিন কোটি মাইল। এবার দূরত্ব হবে চার কোটি ৬৭ লাখ মাইল।
 
লাল গ্রহকে কখন দেখা যেতে পারে রাতের আকাশে? এর উত্তরে জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েন, এটা নির্ভর করবে পৃথিবীতে আমরা কে কোথায় আছি তার উপর। তবে সাধারণভাবে বলা যায়, ৩০ মে থেকে মধ্য রাতে অত্যন্ত উজ্জ্বলভাবে এই লাল গ্রহকে খালি চোখেই দেখা যাবে। এই ঘটনাটি অত্যন্ত বিরল কারণ এরপর মঙ্গল আমাদের পৃথিবীর সবচেয়ে কাছে আসবে আবার ২২৮৭ সালে। অর্থাৎ ২৮১ বছর পরে। খবর- ইন্টারনেট