English Version
আপডেট : ২৮ মে, ২০১৬ ১৬:৩১

কিশোরীকে ৩০ জনে ধর্ষণ, তোলপাড় ব্রাজিল

অনলাইন ডেস্ক
কিশোরীকে ৩০ জনে ধর্ষণ, তোলপাড় ব্রাজিল
প্রথম পুলিশ ভিডিওটি দেখে সাইবার ক্রাইম আইনে মামলা দায়ের করে তদন্ত শুরু করে। প্রথমে অভিযোগ না জানালেও ভিডিওটি প্রকাশ্যে আসার পরে মেয়েটি নিজেই পুলিশের সঙ্গে যোগাযোগ করে।

টুইটারে পোস্ট হওয়া গ্রাফিক ভিডিও। সেখানে দেখা যাচ্ছে অচৈতন্য অবস্থায় শুয়ে রয়েছে একটি নগ্ন মেয়ে। পাশ থেকে কয়েকজন পুরুষ চিৎকার করছে। একজন তো আবার নগ্ন, বিধ্বস্ত মেয়েটির সঙ্গে একটি সেলফিও তুলে ফেলল। এই একটি ভিডিও নিয়েই এখন তোলপাড় গোটা ব্রাজিল।

অভিযোগ, প্রায় ৩০ জন মিলিতভাবে গণধর্ষণ করেছে ১৬ বছর বয়সি ওই কিশোরীকে। রিও দি জেনেইরোর একটি বস্তি-লাগোয়া এলাকায় গত সপ্তাহের শেষদিকে এই ঘটনাটি ঘটেছে বলে অভিযোগ।

১৬ বছর মেয়েটিকে ধর্ষণের পরে মেয়েটি এবং তাঁর গোপনাঙ্গের ছবি তুলে টুইটারে পোস্ট করে দেয় ধর্ষণকারীরা। এমনকী, প্রায় ৩০ জন মিলে তাঁকে ধর্ষণ করেছে বলেও ভিডিওর চিৎকার করে বলে কেউ কেউ। কিশোরীকে উদ্দেশ্য করে গালিগালাজও করা হয়।

প্রথম পুলিশ ভিডিওটি দেখে সাইবার ক্রাইম আইনে মামলা দায়ের করে তদন্ত শুরু করে। প্রথমে অভিযোগ না জানালেও ভিডিওটি প্রকাশ্যে আসার পরে মেয়েটি নিজেই পুলিশের সঙ্গে যোগাযোগ করে। প্রাথমিক তদন্তে মেয়েটির বয়ফ্রেন্ড-সহ চারজনকে চিহ্নিতও করেছে পুলিশ। আর হন্যে হয়ে কমবেশি ত্রিরিশজন অভিযুক্তকে খুঁজছে ব্রাজিলের পুলিশ।

মেয়েটি পুলিশকে জানিয়েছে, গত শনিবার নিজের বয়ফ্রেন্ডের বাড়িতে গিয়েছিল সে। কিন্তু পরের দিন সংজ্ঞা ফিরলে সে দেখে, হাতে অস্ত্র নিয়ে প্রায় ৩০জন অন্য একটি বাড়িতে তাকে ঘিরে রয়েছে। মেয়েটির বয়ান অনুযায়ী সেখানে প্রায় ৩৩জন ছিল। 

পুলিশ জানিয়েছে, শুধু সাধারণ মানুষই নয়, ৩৮ সেকেন্ডের ওই ভিডিও দেখে পুলিশও স্তম্ভিত হয়ে গিয়েছে। গোটা দেশজুড়ে এই ঘটনায় নিন্দা এবং প্রতিবাদের ঝড় উঠেছে। এখন দেখার, অপরাধীরা গ্রেফতার হয় কি না। খবর- এবেলা