English Version
আপডেট : ২৫ মে, ২০১৬ ১৪:০৮

সৌদি আরবের বাদশার আড়াই হাজার কোটি টাকা ঋণ মওকুপের ঘোষণা

অনলাইন ডেস্ক
সৌদি আরবের বাদশার আড়াই হাজার কোটি টাকা ঋণ মওকুপের ঘোষণা

খরাপীড়িত অঞ্চলের ৩৮ হাজার ৭৭৪ জন কৃষকের ২ হাজার ৫২৫ কোটি টাকা ঋণ মওকুপ করলেন সৌদি বাদশা সালমান।

পানি, পরিবেশ ও কৃষি বিষয়ক মন্ত্রণালয়ের সুপারিশে তিনি এ ঋণ মওকুপের ঘোষণা দেন।

এ মন্ত্রণালয়ের মন্ত্রী ও কৃষি উন্নয়ন তহবিল ব্যবস্থাপনার চেয়ারম্যান আবদুর রহমান ফাদলি এ কথা জানান। এজন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বাদশাকে ধন্যবাদ জানানো হয়।

তিনি বলেন,'জাতির নেতারা সবসময় নাগরিকদের প্রয়োজন পূরণে আন্তরিক। নাগরিকদের সমস্যা সমাধান ও তাদের সম্মানজনক জীবিকার ব্যবস্থা করতে তারা কোনো প্রচেষ্টা বাদ রাখছেন না।'

কৃষি উন্নয়ন তহবিল ব্যবস্থাপনার মহাপরিচালক মুনির বিন ফাহদ আল-শালি বলেন,নানাভাবে কৃষি খাতকে নিরবচ্ছিন্ন সমর্থন দেয়ার কাঠামোর ভেতরেই এই ঋণ মওকুপ করা হলো।